জল্লাদের মনোবৃত্তি নিয়ে হাসিনা দেশ শাসন করেছেন: রিজভী
![রুহুল কবির রিজভী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/10/23/image-296701-1729685108.jpg)
জল্লাদের মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ শাসন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জল্লাদের মনোবৃত্তি নিয়ে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। এসব আওয়ামী ফেরাউনের বাংলাদেশে আর কখনও জায়গা হবে না। আওয়ামী লীগের সৃষ্টি করা বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা শহীদের রক্ত বৃথা যাবে।
তিনি বলেন, সে সময়কার লুটেরা সরকার সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করত। তার ধারাবাহিকতা এখনও বিরাজমান রয়েছে। অবশ্যই এ বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। তা না হলে, গণতন্ত্র ও ছাত্র আন্দোলনের যে চেতনা তা বৃথা যাবে।
তিনি আরও বলেন, এ আন্দোলনে শুধু ছাত্র-জনতাকেই তিনি (শেখ হাসিনা) হত্যা করেনি, দীর্ঘ ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মীদের গুম ও খুন করেছেন। তার নির্যাতন থেকে রেহাই পায়নি ইউটিউবার, ব্লগাররাও। ক্ষমতা পাকাপোক্ত করতে রাষ্ট্রের সব আইন প্রয়োগকারী সংস্থাকে অবৈধভাবে ব্যবহার করেছেন শেখ হাসিনা।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট লুটেরা শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি দপ্তরে ভর্তুকির নাম করে হাজার হাজার কোটি টাকা টাকা বিদেশে পাচার করে দেশে আর্থিক সংকট তৈরি করে রেখেছিল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিয়ে কালক্ষেপণ করছেন, যা মোটেও ঠিক হচ্ছে না। সংস্কার শেষে কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দেবেন তা জনগণের স্পষ্ট করতে হবে।
আরটিভি/এফএ/এসএ
মন্তব্য করুন
সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, যা বললেন জামায়াতের আমির
![সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, যা বললেন জামায়াতের আমির](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/28/image-301882-1732733663.jpg)
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অভিমুখে হেফাজতের লংমার্চের ডাক
![চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অভিমুখে হেফাজতের লংমার্চের ডাক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302148-1732892496.jpg)
ড. ইউনূসের সঙ্গে সংলাপ, বিএনপির যেসব নেতা থাকবেন
![ড. ইউনূসের সঙ্গে সংলাপ, বিএনপির যেসব নেতা থাকবেন](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/03/image-302805-1733247931.jpg)
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
![রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302886-1733311288.jpg)
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ফিরে গেলেন অলি
![রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ফিরে গেলেন অলি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302895-1733312692.jpg)
অলি আহমদ বৈঠকে অংশ নিতে না পারায় যা বললেন জামায়াত আমির
![অলি আহমদ বৈঠকে অংশ নিতে না পারায় যা বললেন জামায়াত আমির](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/05/image-302992-1733378274.jpg)
স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুন দিলেন রিজভী
![স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুন দিলেন রিজভী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/05/image-303016-1733385546.jpg)