• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ইসি গঠনে ৬ জনের নাম দিয়েছে গণঅধিকার পরিষদ

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৮:০২
ইসি গঠনে ৬ জনের নাম দিয়েছে গণঅধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ছয়জনের নাম দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, ছয়জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদে তিনজন এবং নির্বাচন কমিশনার পদে তিনজনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও সাবেক সচিব রয়েছে।

রাশেদ খান বলেন, এমন মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা দরকার যারা প্রকৃতপক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।

তিনি বলেন, কোনো দলের লেজুরবৃত্তি করেন বা কোনো দলের রাজনীতি করেছেন এমন কোনো ব্যক্তিকে কমিশনে নিয়োগ দেওয়া যাবে না। অতীতে ছাত্র রাজনীতি করেছেন এমন ব্যক্তিকেও রাখা যাবে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, অতীতে আমরা শুধু আমলাকেন্দ্রিক নির্বাচন কমিশন দেখেছি। এবার আমরা সেটি চাই না। আমরা চাই এ কমিশনে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক নিযুক্ত হবেন।

এর আগে, গত রোববার নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি।

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।

রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচজনের নাম প্রস্তাব করতে পারবে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে আরও ২ বছর সময় দিতে হবে: নুর
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম
নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি