• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

৬ কোটি তরুণ নির্বাচন চায় না: এবি পার্টি

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০২
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
ফাইল ছবি

জুলাই আন্দোলনের ৬ কোটি তরুণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (১৭ নভেম্বর) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংবিধানের ৯০ ধারার সরকার না, যে তারা নির্বাচন করার জন্য আসছে। এর দুই কারণ। প্রথমটি হলো- কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই-আগস্টের পরিবর্তন হয়নি। যদিও আমরা রাজনৈতিক কর্মী। আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আর দ্বিতীয়টি হচ্ছে, যেই ৬ কোটি তরুণ-যুবক এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা কেউ নির্বাচনের দাবি তোলেননি।

তিনি বলেন, ‘৬ কোটি তরুণ বলেননি আমরা ইমেডিয়েট নির্বাচন চাই। তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার। তরুণদের সরকার, তরুণরা কী চায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি হলো নির্বাচন দেন। যেন টেন্ডার, চাঁদাবাজি, দখলদারিত্ব করা যায়। সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে; কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘সব জায়গায় চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় দেশের হাট-ঘাট-মাঠ-বাসস্ট্যান্ড থেকে শুরু করে হকার-ফেরিওয়ালা সব দখল হয়ে গেছে।’

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টির আহ্বায়ক সোলায়মানের পদত্যাগ
এবি পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের মতবিনিময়