সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৯:৫৯ পিএম


সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকে একটি আলোচনা প্রায়ই ঘুরেফিরে আসছে। সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেঁকে না বসে। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এবার চলমান সংবিধান সংশোধন নয়, পুনরায় লেখাসহ একগুচ্ছ সংস্কার প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসব প্রস্তাব তুলে ধরেন।

বিজ্ঞাপন

পরে মতবিনিময় শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল গণমাধ্যমকে বলেন, আমরা সংস্কার কমিশনের কাছে প্রাথমিক কিছু প্রস্তাব মৌখিকভাবে উপস্থাপন করেছি। পরবর্তীতে প্রস্তাবগুলো লিখিত আকারে কমিশনের কাছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংবিধান পুনর্লিখন ও নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করতে হবে। এ ছাড়া নতুন সংবিধানে গণঅভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেওয়া, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করারও আমরা প্রস্তাব করেছি।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারিকুল ইসলাম, আনিকা তাহসিনা ও জাহিদ আহসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.