গণঅধিকার পরিষদ নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নুরের আর্জি
গণঅধিকার পরিষদ নামে অন্য কোনো দলকে নিবন্ধন না দিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আর্জি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আর্জি জানান।
নুর বলেন, সিইসি বলেছি আমাদের দলেরই একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায়। তারা ইসিতে এসে বিশৃঙ্খলাও করেছে। আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোনো দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়।
এ ছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান গণঅধিকার পরিষদের সভাপতি।
এর আগে, সম্প্রতি নুরের দল গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। একই নামে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন একটি অংশও ইসির নিবন্ধন চেয়েছে। এমনকি গত ২ সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোলও করেছে।
আরটিভি/আরএ
মন্তব্য করুন