ভারতের মনে অনেক কষ্ট: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের মনে অনেক কষ্ট। কারণ, তাদের প্রিয় মানুষ হাসিনা এখন বাংলাদেশে নেই। হাসিনার কাছ থেকে তারা (ভারত) ব্যাপক সুবিধা পেতো।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে শিবালয় উপজেলার রুপসা গ্রামে শহীদ রফিকুল ইসলামের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাদের অবদানের কথা স্মরণ রাখতে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করবো। বিএনপি জনগণের দল, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে শহীদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।
তিনি বলেন, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেছিলেন। দুই হাজার ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবে, কিন্তু পারেনি।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, ওই সময় অনেক পত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক একই কায়দায় তার মেয়েও (শেখ হাসিনা) ক্ষমতায় এসে দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, চ্যানেল ওয়ান এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন, সাতটি বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে, এর সঙ্গে ভারতের এক ব্যবসায়ী জড়িত আছেন। ওপরে দেখিয়েছে বাংলাদেশের কিছু ব্যক্তির নাম তা-ও আবার সব শেখ পরিবারের আত্মীয়-স্বজন। বিনা টেন্ডারে সব কয়টি বিদ্যুৎকেন্দ্রের কাজ দেওয়া হয়েছে। কম দামি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে ভারতের ব্যবসায়ী আদানি। তিনি আবার হুমকি দিয়েছেন টাকা পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা উপজেলা পর্যায়ে কয়েক শতাধিক নেতাকর্মী।
আরটিভি/একে/এস
মন্তব্য করুন