• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টের পাবেন কত ধানে কত চাল, ভারতকে গয়েশ্বর

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫১
টের পাবেন কত ধানে কত চাল, ভারতকে গয়েশ্বর
ফাইল ছবি

ভারতের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা যে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, তা অব্যাহত রাখেন। কিছুদিন পর টের পাবেন, কত ধানে কত চাল- আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়।

জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, বাংলাদেশে কয়েক লাখ ভারতীয় নাগরিক বৈধ-অবৈধ উপায়ে চাকরি-ব্যবসা করছে। অবৈধদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যবস্থা নেবে। অবৈধ ভারতীদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ভারত আমাদের পানিতে-ভাতে মারতে পারবে না, এতে তারা নিজেরাই মরবে। আমরা ভারতে না গেলে দেশের শতকোটি টাকা সাশ্রয় হবে।

বিদেশির চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্রের জন্য আবার মাঠে নামতে হতে পারে। এ জন্য প্রস্তুতি নিতে হবে।

গয়েশ্বর বলেন, গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে এক্সিট দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের হারুনরা কীভাবে পালিয়ে গেলো? কারা আওয়ামী মন্ত্রী-এমপি ও নেতাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে?

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কৃষকদলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
ভাসানীর প্রদর্শিত পথেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব: তারেক রহমান
বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান