‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্টের প্রস্তুতি সভা
মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন। এই কনসার্ট সফলভাবে করার লক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর০ সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে ‘বিএনপি মিডিয়া সেল’ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
আরটিভি /এএ/এআর
মন্তব্য করুন