ছিনতাইকারীর হামলায় বিপ্লবী পরিষদের নেতা পার্থ আহত, দলের উদ্বেগ

আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৬:২২ পিএম


ছিনতাইকারীর হামলায় বিপ্লবী পরিষদের নেতা পার্থ আহত, দলের উদ্বেগ
ছবি : সংগৃহীত

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থ ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে দলটি। 

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় বিপ্লবী পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ জানান, গত চার মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের ঘটনাতেই সাতজন প্রাণ হারিয়েছেন৷ তবে এসব ঘটনা সত্যিই ছিনতাই নাকি সমাজ ও দেশকে পরিকল্পিতভাবে অস্থির করে তোলার অপচেষ্টার অংশ তা খতিয়ে দেখা দরকার।

তিনি বলেন, চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার ওপর একের পর এক গুপ্ত হামলা হচ্ছে।  এর ধারাবাহিকতায় জাতীয় বিপ্লবী পরিষদ নেতা পার্থকে ছিনতাইকারীর ছুরিকাঘাত গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন হাসান আরিফ।  একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলেছেন।

এর আগে, রোববার ভোরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোড সংলগ্ন লেকের পাড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হোন আজিবুল হক পার্থ।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.