• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

দেশের বর্তমান সমস্যার সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: খসরু

আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:০৭
আমীর খসরু মাহমুদ চৌধুরী
ছবি: সংগৃহীত

বর্তমান দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার সমাধান করতে হলে দ্রুত সংসদে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণ-অধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, নির্বাচন দ্রুত হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব।

তিনি বলেন, বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করার ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা সংস্কার ও তা বাস্তাবায়নের কার্যক্রম নিয়ে বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনে নির্বাচিত সরকার ৩১ দফাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের সংস্কার কমিটির সংস্কার প্রস্তাবনাও বিবেচনা করবে।

তিনি আরও বলেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। আমাদের সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত-অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু