ছাত্রশিবিরের সায়েন্স ফেস্টের রেজিস্ট্রেশনের সময় শেষ বুধবার
বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানব সভ্যতার অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উদ্দেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪’। সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় শেষ হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর)।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। প্রতিযোগিতামূলক এই আয়োজনে থাকছে জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রজেক্ট শো, রুবিক্স কিউব প্রতিযোগিতাসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। এ ছাড়াও থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, আইটি বিষয়ক বুথ, বৈজ্ঞানিক তথ্যচিত্র প্রদর্শনী ও ক্যারিয়ার কাউন্সেলিং।
ইভেন্টের স্থান : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
ইভেন্টের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
ইভেন্টের সময় : সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি
ডেলিগেট : পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি
এবারের সায়েন্স ফেস্টে থাকছে
ইভেন্ট: জুনিয়র সায়েন্টিস্ট হান্ট - প্রজেক্ট শো
পুরস্কারসমূহ :
চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা
রানার-আপ : ৪০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা
চতুর্থ স্থান : ২০,০০০ ও
পঞ্চম স্থান : ১০,০০০ টাকা
নিয়মাবলি :
• প্রতিটি দলে ন্যূনতম ২ জন ও সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবে।
• প্রজেক্টটি অবশ্যই নতুন ও মৌলিক হতে হবে।
• অন্য কোনো প্রতিযোগিতায় এই প্রজেক্ট জমা দেওয়া যাবে না।
• বিজ্ঞানের যে-কোনো বিষয়ে প্রোজেক্ট শোকেসিং করা যেতে পারে।
• একটি টিম একটি প্রোজেক্ট শোকেসিং করতে পারবে।
ইভেন্ট : রুবিক্স কিউব প্রতিযোগিতা
পুরস্কারসমূহ :
চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা
রানার-আপ : ১০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৫,০০০ টাকা
প্রতিযোগিতার নিয়মাবলি :
• প্রতিযোগিতায় 3x3 কিউব ব্যবহার করা হবে।
• আন্তর্জাতিক স্পিড কিউবিং নিয়ম অনুসরণ করা হবে।
• সর্বনিম্ন সময়ের গড় হিসাবে বিজয়ী নির্ধারণ করা হবে।
রেজিস্ট্রেশন লিংক : https://sciencefest24.shibir.org.bd/
অন্যান্য আকর্ষণীয় আয়োজন :
সায়েন্স ফেস্টের মূল প্রতিযোগিতাসমূহ ছাড়াও থাকছে নানা রকম উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক কার্যক্রম। এসব কার্যক্রমে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যে-কোনো বয়সের যে-কেউ যে-কোনো সময় এসে অংশগ্রহণ করতে পারবেন।
ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং : ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং এ থাকছে মজার মজার প্রশ্ন ও চ্যালেঞ্জ। আপনার বুদ্ধিমত্তা ও দ্রুত চিন্তার ক্ষমতা কতটুকু, তা পরখ করে দেখুন। সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
বুথসমূহ : বিজ্ঞানের বিভিন্ন শাখার বুথগুলোতে দেখতে পাবেন অসাধারণ সব এক্সপেরিমেন্ট ও ডেমোনস্ট্রেশন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি ও আইটি প্রতিটি বুথে থাকবে নতুন নতুন আবিষ্কার ও বিস্ময়। এ ছাড়া থাকছে ড্রোন ও রোবোটিক্স নিয়ে স্পেশাল প্রদর্শনী।
বিজ্ঞান ডকুমেন্টারি : বিজ্ঞান ডকুমেন্টারি শোয়িং এ দেখতে পাবেন বিশ্বের সর্বশেষ বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণার গল্প। মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত প্রকৃতির নানা রহস্য উন্মোচনের গল্প যা আপনাকে ভাবিয়ে তুলবে।
ক্যারিয়ার বুথ : ক্যারিয়ার বুথে পাবেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা। বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কথা বলার সুযোগ।
প্রতিটি বুথেই থাকবে অজানা কিছু না কিছু সারপ্রাইজ। এছাড়াও বিজ্ঞানের প্রায়োগিক জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থী বন্ধুদের জন্য থাকছে নানান মজার মজার খেলাও। তাই এখনই পরিকল্পনা করে ফেলুন কখন আসবেন, কারণ প্রতিটি মুহূর্তই হবে অনন্য ও অসাধারণ!
রেজিস্ট্রেশনের শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪
রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের জন্য থাকবে : আকর্ষণীয় ইভেন্ট টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ।
সম্মাননা সামগ্রী : অংশগ্রহণ সার্টিফিকেট, স্মারক মেডেল ও ক্রেস্ট
প্রদর্শনী দেশের যেকোনো প্রান্ত থেকে আগত শিক্ষার্থীসহ সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির যে-কোনো শিক্ষার্থী প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন