• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

শহীদ মিনারে দেওয়া বক্তব্য-পোস্টার জাতীয় ঐক্যে বাধা হতে পারে: এ্যানি

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
শহীদ মিনারে দেওয়া বক্তব্য-পোস্টার জাতীয় ঐক্যে বাধা হতে পারে: এ্যানি
ছবি: সংগৃহীত

শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এ্যানি বলেন, শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে। মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্যদিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়?

এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক।

এখনও বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবিও জানান এ্যানি।

তিনি আরও বলেন, গুম-খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুককে মারধর
মতপার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে ঐক্যবন্ধ থাকার আহ্বান আহমাদুল্লাহর
নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না: আযম খান
শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ