• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪
বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তর সিটিতে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র মো. মেহেদি হাসানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইসতেকার ইসলাম অর্ণবকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার ৫৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় যু্গ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা রাজধানী উত্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা জুলাই বিপ্লবের শহীদ ছাত্রদের সতীর্থ ও সরাসরি অংশগ্রহণকারী। তাদের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ রাজধানীর ছাত্র সমাজকে দ্রুত সংগঠিত করতে সক্ষম হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মো. মুতাসিম বিল্লাহ, মো. মাসুম কাজী, শেখ রাশাদুল ইসলাম, মো. মাসুম শাহ, মো. আশরাফুল ইসলাম অনিক, মো. জাকারিয়া কামাল, ইফতিখার হোসেন, মো. সৌমিক, এস কে ফারাবি, মো. আশিকুর রহমান, মুহাম্মদ এমদাদুল হক, মো. রাসেল এবং এইচ এম হামিম।

সহকারী সদস্য সচিব হলেন শেখ মোহাম্মদ সাকিব, মো. সাব্বির হুসাইন, সৈয়দ রাফাত মুহাম্মদ, মো. তামিম হাসান, ইমামুল হাসান ফাহাদ, ফাহিম শাহরিয়ার, মো. অপূর্ব, মো. এনাম খান ইফান, মো. মারুফ, মো. সিয়াম, মো. ফারহান মাহতাব, মো. তন্ময়, মো. স্বাধীন আহামেদ, মো. ইমন আহমেদ, মো. পারভেজ মোশারফ, মো. সৌমিক, মো. রাহুল, মো. রাফসান, মো. আকাশ, তন্ময়, এস এম রাফসান যানি, তাসনিম আবিদ, মোহাম্মদ ইউসুফ শেখ।

সদস্যরা হলেন মো. আল-আমীন, মো. হাবিব, মো. আহসান, মো. নূর শাহীন, মো. ওসিম, মো. রিফাত, শেখ ফরিদ, মো. সাগর (১), মো. সাগর (২), মো. রুদ্র, মো. সাকিব, মো. জামিল হাসান, মো. মাহফুজ বিল্লাহ, মো. ইয়ামিন, মো. জুনাইদ আল হাবীব, মো. ফাহিম, মো. ইমন, মো. আরফান আহমেদ, ইয়ামিন, জাহিদ হাসান সাকিব।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন 
জবি ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে আসাদুল-রিয়াজুল
কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে জুলাই বিপ্লবে আহতদের: সারজিস