ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

যুবদল সভাপতি মোনায়েম মুন্না আহত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৯:০৫ এএম


loading/img
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে বুধবার (১৮ জুন) গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে যান। এ সময় তার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না সড়কে পড়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালিতে আঘাত লাগে।

জানা গেছে, ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানিয়েছে, মুন্নার গোড়ালির মচকানো চোট চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে।

এদিকে, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতারা যুবদল সভাপতিকে দেখতে হাসপাতালে ছুটে যান।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন গণমাধ্যমকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িবহরের প্রটোকলে ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় তিনি হঠাৎ পা মচকে পড়ে গিয়ে আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আবদুল মোনায়েম মুন্না দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |