দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামী শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
শুক্রবার (২০ জুন) রাজধানীর ধোলাইপারস্থ একটি মিলনায়তনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার এদেশ শাসন করেছে তারা সবাই দেশের সম্পদ লুটপাট করেছে। বিশেষত আওয়ামী লীগের লুটপাট ও খুন-গুমের কথা দেশের কারও অজানা নয়। এ জাতীয় বুর্জোয়াদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। সুতরাং দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামী শক্তিকে বিজয়ী করুন।
তিনি বলেন, আমরা মনে করি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে আবারও শাসকদের স্বৈরাচার হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা পিআর পদ্ধতির পক্ষে অনেক আগে থেকেই কথা বলে আসছি। এখনও ঐক্যমত্য কমিশনের সংলাপগুলোয় পিআর পদ্ধতির পক্ষে জোরালো আওয়াজ তুলে যাচ্ছি। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ, যাতে জাতীয় সংসদ নির্বাচনের সকল স্তরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা সভাপতি বেলাল হোসেন আরিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, শ্যামপুর থানা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
আরটিভি/আরএ/এআর