জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
শনিবার (৬ জুলাই) রাত ১০টায় ৮২ বছর বয়সে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আয়শা আহমাদ ৫ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার জানাজা ও দাফনের বিষয়টি এখনো ঠিক হয়নি।
আয়শা আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আয়শা আহমাদ একজন পরহেযগার ও গুণী নারী ছিলেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে করেছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার জীবনের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। চিরদিনের এ সফরে আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তার বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন। তার এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। তার পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।
আরটিভি/কেএইচ