• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নূর-ই-আলমকে প্রধান করে সাত সদস্যের হুইপ নিয়োগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

চিফ হুইপসহ মোট সাত জনকে হুইপ পদে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ নিয়োগ দেয়া হয়েছে, তিনি মন্ত্রী পদমর্যাদা পাবেন। এছাড়া বাকি ছয় হুইপ পাবেন প্রতিমন্ত্রী পদ মর্যাদা।

রাষ্ট্রপতি সংসদ নেতা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাদের নিয়োগ দেন।

বুধবার সিনিয়র সচিব ড. জাফর আহমেদ এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পরে, বিধি মোতাবেক চীফ হুইপ ও হুইপদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এদিকে সাত জন হুইপের মাঝে দশম সংসদের তিনজন সদস্য পুনরায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

নতুন মুখ হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।

এমসি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল ৩ দিনের রিমান্ডে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম আটক
ঘুষ লেনদেনের অভিযোগ: জনপ্রশাসন সচিব বললেন ‘মিথ্যা সংবাদ’
সিনিয়র সচিব হলেন ড. এম. মাহফুজুল হক