• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অসচেতনতায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ১৬:৫৩
Awareness Infections and deaths are on the rise Quader

কিছুদিন ধরে আমাদের অসাবধানতা, অসচেতনতার জন্য করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে।যারা সামাজিক দূরত্ব মানছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, অহেতুক যেখানে সেখানে জনসমাগম করছেন, তারা জেনেশুনে সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।

সরকারের কার্যকর উদ্যোগে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পবিত্র শবে কদরের রাতে মানুষের দোয়া, শেখ হাসিনা সরকারের পূর্ব প্রস্তুতির পাশাপাশি ঘূর্ণিঝড় প্রতিরোধে সুন্দরবন সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh