• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জুনের ২৫ তারিখ পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১৭:২৯
BNP, organizational activities, suspended
বিএনপির পতাকা।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠনের কার্যক্রম স্থগিতাদেশ আরও এক মাস বাড়িয়েছে বিএনপি। আগামী ২৫ জুন পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

শুক্রবার (২২ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আগামী ২৫ মে পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস বিস্তাররোধে দলটির প্রবীণ নেতারা হোম কোয়ারেন্টিনে আছেন। করোনা ইস্যুতে মাঝেমধ্যে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো জায়গায় দলের কোনো নেতাকর্মী ও মিডিয়া কর্মীদের রাখেন না।