সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ , ০৪:২৮ পিএম


সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। 

বিজ্ঞাপন

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগান সামনে রেখে বুধবার (১৮ ডিসেম্বর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং রিয়াদস্থ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।  এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ সৌদি আরবের ৩৩ লাখ প্রবাসী বাংলাদেশিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।  

তিনি জানান, আগামী এক দশকে সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন ইত্যাদি গিগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে।  ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি বলেন, অনেক প্রবাসী ভাষা না শিখে এবং দক্ষতা অর্জন না করে সৌদি আরবে এসে বিপদে পড়েন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেকন্যিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সৌদি সরকার বর্তমানে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ৩৩টি পেশায় বাংলাদেশে পরীক্ষা নিয়ে সৌদি সরকার দক্ষতার সনদ প্রদান করছেন। তিনি দক্ষতা অর্জন করে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।  

বিজ্ঞাপন

চার্জ দ্যা অ্যাফেয়ার্স সৌদি আরবের আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদি প্রবাসী সকল বাংলাদেশিকে অনুরোধ জানান। তিনি সকল শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিকে বৈধ পথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন।  তিনি প্রবাসে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করীম, মিনিস্টার কন্স্যুলার ব্যারিস্টার মোশারফ হোসেন, মিনিস্টার ইকোনোমিক মর্তুজা জুলকারনাইন নোমান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদ, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission