কাতারে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিকদের সম্মানে নৈশভোজ

কাতার প্রতিনিধি

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ১১:৩৩ এএম


কাতারে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিকদের সম্মানে নৈশভোজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছিল বাংলাদেশ দূতাবাস কাতার।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় দোহা শেরাটন হোটেলের সালোয়া হলে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে আসছে বাংলাদেশ দূতাবাস। তবে এইবার পবিত্র মাহে রমজান ও ঈদের কারণে ৯ এপ্রিল দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি অব মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে আওকাফ ও ইসলামী বিষয়কমন্ত্রী গানেম বিন শাহীন বিন গানিম আল গানিম।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এরপর কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অনুষ্ঠানের অতিথিদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন এবং অতিথিদের সাথে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission