আশুরার দিন যেসব দোয়ার গুরুত্ব অনেক বেশি

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:৩৩ পিএম


 আশুরার দিন যেসব দোয়ার গুরুত্ব অনেক বেশি
ছবি: সংগৃহীত

ইসলামী বর্ষপঞ্জির অন্যতম তাৎপর্যময় দিন হলো আশুরা। এটি মহররম মাসের ১০ তারিখে পালন করা হয় এবং মুসলিম উম্মাহর কাছে এ দিনটি ইতিহাস, আত্মত্যাগ ও তাওবার বার্তা বহন করে। নবি করিম (সা.) আশুরার দিন রোজা রাখার পাশাপাশি বিশেষ দোয়া ও ইবাদতের প্রতি গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন

এই দিনে ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। যেমন—নবি মূসা (আ.)-এর ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়া, নবি নূহ (আ.)-এর তুফান থেমে নূহের কিশতী নিরাপদে ভিড়েছিল, নবি ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন (রা.)-এর শহীদ হওয়া। এই ঘটনাগুলোর পটভূমিতে আশুরার দিনকে বিশেষ ইবাদত ও দোয়ার জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

 আশুরার দিনে যেসব দোয়ার গুরুত্ব রয়েছে:

বিজ্ঞাপন

 তাওবার দোয়া

আশুরা আত্মশুদ্ধি ও তাওবার দিন। এদিনে বেশি বেশি ইস্তিগফার করা উত্তম।

 اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
অর্থ:* হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে তাওফিক দিন; নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু।

বিজ্ঞাপন

মুসিবত ও বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া

বিজ্ঞাপন

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কত উত্তম কর্মবিধায়ক।

এই দোয়াটি ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের প্রেক্ষাপটেও গুরুত্ব বহন করে। বিপদের মুখে মুসলমানের ভরসার প্রতীক এই দোয়া।

দোয়া ইউনুস

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই; আপনি পবিত্র, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত ছিলাম।

নবী ইউনুস (আ.) এই দোয়াটি মাছের পেটের ভেতর করেছিলেন। আশুরার দিনে এটি বেশি বেশি পড়ার মাধ্যমে তাওবা ও মাগফিরাতের আশা করা হয়।

দোয়া কুনুত (নাজাতের দোয়া)

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ...
এটি রাত্রিকালীন সালাত বা নফল নামাজে পড়া যায়। এটি বিপদ, যুদ্ধ, ও নিপীড়নের প্রেক্ষাপটে উত্তম দোয়া।

আশুরার দিনে আরও যা করা উচিত:

রোজা রাখা (৯ ও ১০ অথবা ১০ ও ১১ মহররম), দরিদ্রদের খাওয়ানো, আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার, বেশি বেশি কোরআন তিলাওয়াত ও সালাত আদায় ও ক্ষমা প্রার্থনা ও দোয়া।

আশুরার দিন একদিকে যেমন শোক ও আত্মত্যাগের শিক্ষা দেয়, অন্যদিকে এটি ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনে যেসব দোয়া পড়া হয়, তা শুধু শব্দ নয় —অন্তরের গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ।

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission