• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান। শুরুর দিকে তার একাদশে জায়গা পাওয়া নিয়েই শঙ্কা ছিল। তবে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার চোটে কপাল খুলে কাটার মাষ্টারের। দ্য ফিজও একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন।  বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের ৬ উইকেটের বড় জয়ের রাতে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নেন মোস্তাফিজ। তাই মঙ্গলবার (২৬ মার্চ) গুজরাটের বিপক্ষেও শুরুর একাদশে থাকতে পারেন দ্য ফিজ। দলটির বিদেশি কোটায় ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের জায়গা একেবারেই নিশ্চিত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং স্তম্ভের বড় ভরসা তারা। তবে বোলিং ইউনিট নিয়েই কিছুটা জটিলতায় ধোনির দল। দুই লঙ্কান পাথিরানা ও থিকশানার পাশাপাশি বাংলাদেশি ফিজও তাদের স্কোয়াডে রয়েছে। তবে প্রথম ম্যাচের ফর্ম বিবেচনায় এই ম্যাচেও এগিয়ে থাকছেন টাইগার পেসার। অন্যদিকে স্পিন বিভাগের মূল কারিগর হিসেবে থিকশানার জায়গাও পাকাপোক্ত। তাই পাথিরানাই সুযোগ না পেতে পারেন। এদিকে চেন্নাইয়ের দলে আজ খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে রুতুরাজের সঙ্গে রাচিন রবীন্দ্র। এরপরই থাকছেন আজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল। মিডল-অর্ডারে রবীন্দ্র জাদেজা ও সামির রিজভির জায়গাও নিশ্চিত। বোলারদের তালিকায় থাকছেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাব দুবে/মোস্তাফিজুর রহমান (ইমপ্যাক্ট খেলোয়াড়), রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপান্ডে।
২৬ মার্চ ২০২৪, ১৭:০৯

অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।  টি-টোয়েন্টি সিরিজেও এমন পরিস্থিতি হয়েছিল, যেখানে বাংলাদেশকে হারিয়ে টাইম আউট উল্লাসে মেতেছিল লঙ্কানরা। তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চাইবে না লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে। কারণ, দিন-দুয়েক আগেই তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া রোববার পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির বিষয়টিও প্রকাশ্যে আসে। পরে এই পেসারের পরিবর্তে আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে। তাই সবমিলিয়ে একাদশে দুই পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এগিয়ে থাকছেন বিজয়। অন্যদিকে একাদশে ফিরতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। ফর্মহীনতায় থাকলেও অভিজ্ঞ ফিজেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। তাই বাজে পারফরম্যান্সের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৮ মার্চ ২০২৪, ০৮:৫৮

যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে লাল-সবুজেরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচটি। এর আগে, প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল সফরকারীরা। তবে উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। তাসকিন-তানজিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনভাবে আড়াইশ স্পর্শ করে লঙ্কানরা। প্রথম ওয়ানডে তিন পেসারের পাশাপাশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন। তবে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। বাজে পারফরম্যান্সের কারণে তাই দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাজে ব্যাটিংয়ের পরও লিটন-সৌম্যকে নিয়েই সাজানো হতে পারে টপ-অর্ডার। অন্যদিকে লম্বা সময়ের জন্য দলের পরিকল্পনায় থাকছেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও তাদের ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
১৫ মার্চ ২০২৪, ১১:৪৬

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১৩ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।  এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ বাংলাদেশ সফরটি লঙ্কানদের জন্য হতাশার ছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এর আগে, বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে দলটি। এ ছাড়া বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে তাদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪ ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলঙ্কা। তবে সবকিছু ছাপিয়ে ঘরের মাঠে ভালো একটি সিরিজের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সব ক্রিকেটারের কাছ থেকে ধারাবাহিক পারফর্মেন্সও আশা করেন তিনি। এদিকে ম্যাচের একদিন আগেই সেরা একাদশ নিয়ে খানিকটা আভাস দিয়েছিলেন টাইগার দলপতি শান্ত। তবে এই ম্যাচে সেরা একাদশ সাজাতে কিছুটা বেগ পেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। কারণটাও সহজ। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন প্রতিষ্ঠিত চার ওপেনার। তাই কে খেলবেন, কে খেলবেন না; তা এখনও নিশ্চিত না। তবে সবকিছু বিবেচনায় লিটনের জায়গা একপ্রকার নিশ্চিত। গোড়াপত্তনে লিটনের সঙ্গে কে থাকছেন, তা খোলাসা করেননি শান্ত। তার ভাষ্যমতে, এখন এটা বলতে চাইছি না। দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে। তবে সৌম্য সরকারকে নিয়ে বেশ আশাবাদী টাইগার দলপতি। শান্তর ভাষ্যমতে, অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে। এদিকে ওপেনিংয়ে সৌম্য-লিটন জুটিকে দেখা গেলে এরপর থাকবেন অধিনায়ক নিজেই। মিডল-অর্ডারে মুশফিক, তাওহীদ এবং মাহমুদউল্লাহ্ও প্রায় নিশ্চিত। পেস ইউনিটে বরাবরের মতো শরিফুল, তাসকিন এবং মোস্তাফিজ ত্রয়ীকেই দেখা যেতে পারে। আর স্পিন বিভাগে মিরাজের পাশাপাশি রিশাদকে পরখ করা হতে পারে। প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  
১৩ মার্চ ২০২৪, ১০:১২

ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ (৬ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ কাটতে না কাটতেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। মাত্র ৩ রানে হেরেছে টাইগাররা।  এদিকে প্রথম ম্যাচের ভুল শুধরে জয় দিয়ে সিরিজে ফিরতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেটা যে খুব সহজ হবে না, তা ভালো করেই জানে টিম বাংলাদেশ।  অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় জয় দিয়ে শুরু করা শ্রীলঙ্কা। আর টি-টোয়েন্টির পরিসংখ্যানও লঙ্কানদের পক্ষেই। তাই বাড়তি চাপ আর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে লাল-সবুজেরা।  সিরিজে টিকে থাকার মিশনে একাদশে পরিবর্তন না-ও করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অপরাজিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে লঙ্কানরাও। চমক হিসেবে স্বাগতিকদের একাদশে একটি পরিবর্তনে গুঞ্জনও রয়েছে। সেক্ষেত্রে রিশাদের জায়গায় তাইজুলকে দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
০৬ মার্চ ২০২৪, ১২:২৪

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বরাবরই অপ্রতিরোধ্য বাংলাদেশ। এবার ফেবারিট তকমা নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজেরা।  সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে শান্ত-লিটনরা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জয়ের ধারা অব্যাহত রাখতে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে টাইগাররা। টাইগার শিবিরের হয়ে লিটন দাসের সঙ্গে নাঈম শেখকে ইনিংস গোড়াপত্তনে দেখা যেতে পারে। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারফরম্যান্সই এগিয়ে রাখবে তাদের। এদিকে বিপিএলে সময়টা মোটেও ভালো কাটেনি টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়েই চিরচেনা আবহে ফিরতে চাইবেন এই টপ-অর্ডার ব্যাটার। এই ম্যাচে বিপিএলের শিরোপাজয়ী ফরচুন বরিশালের সৌম্য সরকারকে টপ-অর্ডারে দেখা যেতে পারে।  মিডল-অর্ডারে লাল-সবুজের আস্থার নাম তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে একপ্রকার রানের ফুলঝুরি ছড়িয়েছেন হৃদয় (১৪ ইনিংসে ৪৬২ রান)। অন্যদিকে চ্যাম্পিয়ন দলের অন্যতম আস্থার নাম ছিলেন রিয়াদ। টাইগার পেস ইউনিটের দায়িত্বে চিরচেনা তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ত্রয়ী। এই তিন ফাস্ট বোলারের পাশাপাশি স্পিন ইউনিটে দলের নেতৃত্ব দেবেন তাইজুল ইসলাম।  এই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে না টাইগার শিবির। তাই সাকিবের পরিবর্তে শেখ মেহেদীর ওপরই ভরসা রাখবে টাইগার টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
০৪ মার্চ ২০২৪, ১১:১৪

ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা-বরিশালের একাদশ
প্রস্তুত মঞ্চ, প্রস্তুত দলগুলো। কমতি নেই দর্শকদের আগ্রহেরও। কেননা, লড়াইটা দেশসেরা প্রিমিয়ার লিগে সেরা হওয়ার, লড়াইটা সম্মান রক্ষার। বিপিএলের শিরোপা ঘরে তুলতে ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে দু’দলের দেখা হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বিপিএলের অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও শিরোপা অক্ষুণ্ণ রাখতে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি। মাঠের পারফরম্যান্সে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে লিটন, জাকের আলি, কায়েস, তাওহীদদের সঙ্গে দলটিতে রয়েছে মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো ভিনদেশী অলরাউন্ডার। ফাইনালে কুমিল্লার একাদশে পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ফাইনালে নিশ্চিতভাবেই একাদশে ফিরবেন ফিজ। সেক্ষেত্রে পেসার মুশফিক হাসানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।  অন্যদিকে শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকে চায় না দেশি-বিদেশি খেলোয়াড়ে ভরা ফরচুন বরিশাল। তামিম, মাহমুদউল্লাহ, মায়ার্সদের সঙ্গী হয়ে শেষ বেলায় আত্মবিশ্বাসের পারদ বাড়িয়েছেন ডেভিড মিলার। আর তাই দশম আসরে প্রথম শিরোপার স্বপ্ন বুনছে ফরচুন বরিশাল। এলিমিনেটরে চট্টগ্রামকে উড়িয়ে নতুন যাত্রা শুরু হয় বরিশালের। দ্বিতীয় কোয়ালিফায়ারেও সাকিব-সোহানদের বিপক্ষে সহজে জয় পেয়েছে তামিম ইকবালের দল। তাই শেষ ম্যাচের একাদশ নিয়েই শিরোপা মিশনে নামতে পারে বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেড ম্যাককয় ও জেমস ফুলার।
০১ মার্চ ২০২৪, ১৫:৪৭

'১৮ সালের ভোটের রাতে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার রায় আজ 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের আলোচিত এক মামলার রায় আজ সোমবার (৫ ফেব্রুয়ারি)। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌসের এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু মামলার রায় লেখার কাজ শেষ না হওয়ায় রায়ের তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি পুন:নির্ধারণ করা হয়। আদালতের ষ্টেনোগ্রাফার মো. সামছুদ্দিন জানান, আলোচিত ওই মামলাটির রায় ঘোষণার পূর্ববর্তী সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তাই নির্ধারিত তারিখে অর্থাৎ সোমবার রায় ঘোষণা করা হবে। তিনি বলেন, গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় লেখার কাজ শেষ না হওয়ায় রায় ঘোষনার জন্য ৫ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় সেদিন। মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও গণধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জের ধরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নির্যাতনের শিকার নারীর স্বামী জানান, রায়কে ঘিরে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে আছেন। কারণ আসামিরা প্রভাবশালী এবং খারাপ লোক। আতঙ্কের বিষয়টি তিনি সুবর্ণচরের চর জব্বর থানার ওসি রফিকুল ইসলামকে অবহিত করেছেন। সোমবার রায় ঘোষণাকালে স্ত্রীসহ আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলী ছালেহ আহমদ সোহেল খান বলেন, আলোচিত ওই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন স্বাক্ষী উপস্থাপন করেছে। মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি ঘটনার পর থেকে পলাতক আছেন। কারাগারে থাকা ১৫ জন আসামির মধ্যে কমপক্ষে ৮ জন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়