• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
চলতি আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান। তাই মুজিবের অভাব পূরণের জন্য আরেক আফগান তরুণকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। ১৬ বছর বয়সী আল্লাহ গাজানফারকে দলে ভিড়িয়েছে তারা।  বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে গাজানফারকে দলে নেওয়ার কথাটি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে নিয়েছে আফগান এই স্পিনারকে। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে দুই ম্যাচের একাদশে জায়গা পেলেও কোনো উইকেট পাননি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার। তবে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে।  
৪১ মিনিট আগে

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
কাতার যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ঘুরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল। অসুস্থ হওয়া বিমানের ওই পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ বলে জানা গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আকাশে হঠাৎ পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ৪১৯ জন যাত্রী ছিলেন এতে।   
১৬ মার্চ ২০২৪, ০৯:২৯

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বড় ধাক্কা কলকাতা শিবিরে 
আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনও শুরু করেছে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে দুঃসংবাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরিতে পড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইনজুরির কারণে ঘরের মাঠে প্রথম তিন টেস্টে খেলা হয়নি আইয়ারের। এবার রঞ্জি ট্রফির ফাইনালে আবারও চোট পেয়েছেন তিনি। তাই আসন্ন আইপিএলে এই ডান হাতি ব্যাটারের সার্ভিস পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার। আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই। রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছিল।  দলের একটি সূত্র বলেছেন, শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।
১৪ মার্চ ২০২৪, ১৬:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়