• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এ সময় কচুয়ায় বজ্রপাতে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে এক বাস শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে শহরতলির মারিয়াপল্লীতে এক নারী আহত হয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। এতে জেলা সদরসহ পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ রাতের মতো অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে বাগেরহাট পৌরসভার ও জেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামামান জানান, সদর উপজেলার জেলার মারিয়াপল্লীতে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এক নারী আহত হয়। এ ছাড়া আরও কিছু এলাকায় মসজিদ, মন্দির ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কচুয়ার চরসোনাকুড় গ্রামে গরু আনতে গিয়ে  বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামের এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। সকালে তিনি মাঠে গরু আনতে যান। তিনি কচুয়া উপজেলার চরসোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৫:০১

টানা দুই দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা
আগামী তিন দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে টানা দুই দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।  রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাজশাহী ও দিনাজপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
০৮ এপ্রিল ২০২৪, ০১:৩১

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝালকাঠিতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে বিভিন্নস্থানে গাছপালা উপরে পরে অর্ধশতাধিক বাড়িঘর বিদ্ধস্থ হয়েছে। এ সময় ব্রজপাতে সদর ও কাঠালিয়া উপজেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। জেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে অনেক বসতঘর।  রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  নিহতরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের আটোরিকশা চালক বাচ্চু হাওলাদারের মেয়ে আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১) ও শেখেরহাট গ্রামের গৃহবধূ মিনারা বেগম (৩৫) এবং কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০)।  এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।  এ দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি, সত্য নগর ও কৈবর্তখালি, পুটিয়াখালি, গাজিরহাট, চল্লিশকাহনি, বদনিকাঠিসহ বিভিন্ন স্থানে অর্ধশত বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলকায় রাস্তায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস হয়ে যায়। 
০৭ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর
চলতি মাসে (এপ্রিলে) দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, লঘুচাপ, তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ এপ্রিল) মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরন বৃষ্টি হতে পারে।  এ ছাড়া এপ্রিলে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
০২ এপ্রিল ২০২৪, ১০:০১

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সুনামগঞ্জ, আহত ৫ 
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর, বিশ্বম্ভপুর শান্তিগঞ্জ, দিরাই উপজেলার ওপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে গাছপালা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটিসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  ঝড়ে শান্তিগঞ্জ উপজেলা পাগলা, কান্দিগাঁও, রায়পুর আসামপুর, বাঘেরকোনাসহ একাধিক গ্রামের শতাধিক কাঁচা ও টিনসেটের ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানা যায়। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাগলাবাজার। বাজারের সড়কের দুপাশের অস্থায়ী দোকানপাট ঝড়ের বেগে লন্ডভন্ড হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।  এ দিকে শহরের কালিবাড়ি এলাকায় চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের বৈষভেড় গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এ দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের হাছন তোরণ এলাকায় একাধিক গাছ ভেঙে সড়কে পড়ায় দুপাশের পরিবহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. নিরুপণ রায় চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে আহত সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন রোগী আসেন। তাদের মধ্যে সাদ্দাম নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। রয়েল নামের আরেক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাগলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব শাহরিয়ার বলেন, এমন ঝড় আর দেখেনি পাগলাবাসী। অনেক ব্যবসা প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে গেছে। এলাকার অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
০১ এপ্রিল ২০২৪, ১৩:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়