• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাবে সিসিমপুর
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাতে একসঙ্গে কাজ করেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সিসিমপুর। সম্প্রতি বিটিআরসি ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এতে ইন্টারনেট জগতে শিশুদের নিরাপদ রাখা ও ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে শিশু ও অভিভাবকদের উৎসাহী করতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায় বিটিআরসি পরিচালিত ‘সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ’ প্রকল্পের ১০০ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরিতে কাজ করা হবে।  সিসিমপুরের বাস্তবায়নাধীন ‌‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে। বিটিআরসির চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান এবং সিসেমি ওয়ার্কশপের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে সই করেন। ২০২১ সাল থেকে শিশুদের জন্য ইন্টারনেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে 'সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট' প্রকল্প বাস্তবায়ন করে আসছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।  প্রকল্পের আওতায় ইতোমধ্যে শিশুদের জন্য গল্পের বই, শিশু ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক ভিজ্যুয়াল কনটেন্ট, গেমস তৈরি ছাড়াও বিটিআরসির সঙ্গে যৌথভাবে অভিভাবকদের জন্য প্যারেন্টাল ম্যানুয়াল তৈরি করা হয়েছে।  
১৪ এপ্রিল ২০২৪, ২৩:০১

বিটিআরসি ও টেলিটকের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও টেলিটকের এমডিসহ আট ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে জাইকার সহজ শর্তে ৫২১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার ঋণ থেকে সরকারকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।  এ মামলার আসামিরা হলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার আমিনুল হাসান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিটিসিএলের সাবেক পরিচালক-১ মশিউর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন, বিটিসিএলের সাবেক ডিই-৫ মো. আতাউর রহমান, সাবেক পরিচালক মাকসুদুর রহমান আকন্দ, জিএম অশোক কুমার মণ্ডল, সাবেক এমডি মাহফুজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) আজম আলী। বাদীর দাবি আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (টিএনডি) প্রজেক্টের টেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতাকে বাদ দেন। পরে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অসৎ উদ্দেশে কাজ করেন। এ কাজ করতে গিয়ে তারা প্রাক-যোগ্যতা মূল্যায়নের নির্ণায়ক পরিবর্তন, মূল দরপত্র আহ্বানের দুই মাস পর প্রাক্কলন নির্ধারণসহ ক্রয় আইন-বিধি ও জাইকার গাইডলাইন অনুসরণ না করে অহেতুক সময় ক্ষেপণ করেন। এ জন্য দশমিক ১ শতাংশ হারে সহজ শর্তের সুদে ৫২১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা ঋণ দিতে দাতা সংস্থা জাইকা আগ্রহ হারিয়ে ফেলে। পরে তা ২০১৫ সালের ৭ মের দিকে ফেরত নিয়ে নেয় সংস্থাটি।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭

গ্রাহকদের অভিযোগ নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি
গ্রাহকদের এক বছরের সব অভিযোগ নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বসবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী  মো. মহিউদ্দিন আহমেদের মতবিনিময়কালে এ তথ্য জানান সংস্থাটির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিল-উর-রহমান। তিনি বলেন, টেলিকম সেবা গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য বিটিআরসির কল সেন্টার ‘১০০’ আছে। আমরা পরিকল্পনা করেছি, গত এক বছরে মোবাইল অপারেটরদের সেবা নিয়ে আমাদের কল সেন্টারে যত অভিযোগ এসেছে, সবগুলো সমন্বয় করবো। এরপর মার্চের মাঝামাঝি সময়ে সেসব নিয়ে অপারেটরদের সঙ্গে বসবো।  খলিল-উর-রহমান জানান, এক বছরে কোন কোন ডাইমেনশনের অভিযোগ এসেছে এবং গ্রাহকদের এই জাতীয় সমস্যা সমাধান করে উন্নত সেবা নিশ্চিতে  স্ট্র্যাটেজি কী হওয়া উচিত তাই নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। মতবিনিময় সভায় বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমাদের এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে যার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে কানেক্ট করতে পারবো এবং একটি কোয়ালিটিফুল কানেকটিভিটি নেটওয়ার্ক তৈরি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেতে পারবো।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়