• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
খাগড়াছড়িতে ২ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ১ 
খাগড়াছড়িতে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে পুলিশ।  এ সময় ছরাফ চাকমা (৩৮) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ছরাফ চাকমা জেলার পানছড়ি উপজেলা সদর যোগেশ্বর পাড়া এলাকার বাসিন্দা আলোকেন্দু চাকমার ছেলে।  খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
০৯ মার্চ ২০২৪, ২৩:১৬

সিগারেট খাওয়া মাকরুহ না হারাম?
পৃথিবীতে প্রতিবছর ৫৮ লাখের বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে, অর্থাৎ প্রতি ১০ জনে ১ জন। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এর অবস্থা দাঁড়াবে ৬ জনের মধ্যে ১ জন। এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে। এসব কিছু জেনে শুনেও মানুষ ধূমপানের মতো ধ্বংসাত্মক বিষয়ে জড়িয়ে থাকে। জেনে শুনে নিজের জান-মালের ক্ষতি করা গুনাহ। এছাড়া ইসলাম ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকার আদেশ দিয়েছে।  আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। (সুরা বাকারা: ১৯৫) আরেক আয়াতে আল্লাহ বলেছেন, যারা রাসুলকে অনুসরণ করে, তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন।  আল্লাহ বলেন, যারা সেই নিরক্ষর রাসুলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করে। (সুরা আরাফ: ১৫৭) জনসমক্ষে ধুমপান করলে বা ধুমপানের গন্ধ মুখে নিয়ে জনসমাগমে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয়। এটাও গুনাহের কাজ। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে আল্লাহ তায়ালা ও শেষ দিবসের ওপর ইমান রাখে সে যেন তার আশপাশের মানুষদের কষ্ট না দেয়। (সহিহ বুখারি) আর ধূমপানের কারণে মুখ দুর্গন্ধযুক্ত হলে, এ অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরূহে তাহরীমী। বরং এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরূহ। হাদীস শরীফে ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্ত্ত কাঁচা পেঁয়াজ-রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। অতএব বিড়ি-সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুমেয়। অবশ্য এ কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না। বরং অতি দ্রুত এ বদ অভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর নামায আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মেসওয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। -(ফাতাওয়াল লাজনাতিদ দাইমা ১৩/৫৬; আলফাতাওয়াশ শারইয়্যাহ ১০/১৪৫; রদ্দুল মুহতার ১/৬৬১)।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮

শাহ আমানতে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস। তবে এসব সিগারেট উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২০ ফ্লাইট থেকে এসব আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো লাগেজ আকারে আসে। তবে লাগেজের কোনো মালিক পাওয়া যায়নি। জব্দ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫

সেনা অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট ও চকলেট জব্দ
অবৈধ পথে আসা ৪০৮ কার্টুন বিদেশি সিগারেট ও ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আ স ম বাকি বিল্লাহ'র নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এস এ পরিবহনের একটি গাড়ী তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেট ও চকলেট গুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও চকলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এগারো লাখ ছাব্বিশ হাজার অতশত টাকা। এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট ও চকলেট মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১

সিগারেট খাওয়া নিয়ে যা বললেন স্বস্তিকা
নতুন বছরের শুরুতেই নানান পরিকল্পনা করেন তারকারা। ফেলে আসা বছরের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি নতুনভাবে জীবনের ডালা সাজান তারা। এক্ষেত্রেও পিছিয়ে নেই টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর তাই তো নতুনভাবে নিজের জীবন সাজাতে এ বছর সিগারেট খাবেন না বলে মনস্থির করেছেন স্বস্তিকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। স্বস্তিকা বলেন, এখন সব বছরই আমার কাছে আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাব না, ফাস্টফুড খাব না। এ বছর ভেবেছি সিগারেট খাব না। কিন্তু তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে একসময় ঠিক পেরে যাব আশা করছি।   নতুন বছরের কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলতি বছর হিন্দিতে প্রায় চারটি কাজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলো সব আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা সিনেমা মুক্তি পায়, মুম্বাইয়ে সেটা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।    এছাড়া কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে বলে জানান স্বস্তিকা। পাশাপাশি ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে ঢাকায় যাব। জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। এতে দেশের গুণী অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সূত্র : আনন্দবাজার   
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫

সিগারেট থেকে জাবির ছাত্রী হলে আগুন
সিগারেটের আগুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই ছাত্রী হলের অষ্টম তলায় ৮১০নং কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই কক্ষ থেকে প্রতিনিয়তই সিগারেটের ধোঁয়া বের হতে দেখা যায়। আজ সকাল নয়টার দিকে ৮১০ নম্বর কক্ষের জানালা দিয়ে তাকিয়ে ছাত্রীরা দেখতে পান ভেতরে খাটের তোশক এবং কম্বলে আগুন লেগে পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।  তাৎক্ষণিকভাবে হল ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি এসট্রেতে অনেকগুলো সিগারেটের খোসা দেখতে পান তারা। সে থেকে ধারণা করা হচ্ছে সিগারেটের ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত। হলের আবাসিক শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি বলেন, হলের গুটি কয়েকজন মেয়ে নিজের রুমে সিগারেট খায়। এতে তাদের রুমমেটদের সমস্যা হওয়ায় তারা হল কর্তৃপক্ষকে জানায়, তারপর হল প্রশাসন থেকে বলা হয় যাতে রুমে কেউ হলের অভ্যন্তরে সিগারেট না খায়। কিন্তু তাতেও কিছু মেয়েরা শুনছে না। নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক ছাত্রী জানান, গতকাল রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি নিচে নেমে ম্যামকে জানিয়েছি। হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, সকালে মেয়েরা জানানোর সঙ্গে সঙ্গেই আমি চলে এসেছি। তারপর সেখানে উপস্থিত থেকে আগুন নেভানো পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। সেই রুমের মেয়েরা তখন হলে ছিল না এবং রুম তালাবদ্ধ ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে এটা একটা ব্যবস্থা নেব। হল প্রভোস্ট অধ্যাপক ড. ছায়েদুর রহমান বলেন, হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি একটু অসুস্থ থাকায় আজকে অফিসে যাইনি। আগামীকাল ওয়ার্ডেন ও ছাত্রীদের সঙ্গে বসে কী ব্যবস্থা নেওয়া যায় এরপর আমি বিস্তারিত জানাবো।
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়