• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড কর্তৃক স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধনী-২০২১)-এর আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।  বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। এ সময় তিনি জানান, দুই বছরের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিগত অনুমোদনের পরে প্রস্তাবটি ক্রয়কমিটিতে পাঠানো হয়। তখন টাকার অঙ্ক জানা যায়। অপর এক প্রস্তাবে একই আইনের আওতায় কক্সবাজারের মহেশখালীতে ৬০০ এমএমসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত দেশের তৃতীয় এফএসআরইউ স্থাপনে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) সঙ্গে চুক্তি হয়েছে।  চুক্তিটি সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) পরিবর্তে সামিট এলএনজি টার্মিনাল কোং লিমিটেডের সঙ্গে করা হয়েছে। এটি সামিটেরেই আরেকটি কোম্পানি; শুধু নামটা পরিবর্তন হয়েছে। 
২৭ মার্চ ২০২৪, ১৬:৪৭

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুল সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মার্চ তিনি দেশে ফিরবেন। প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারা মুক্তি পাওয়ার পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
০৪ মার্চ ২০২৪, ১২:০১

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৪ ফ্লাইটে রওনা হন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই সেতু মন্ত্রী ঢাকায় ফিরবেন। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। তাকে চিকিৎসা দিতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় আসেন। পরে তার পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসা নেন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগেও কয়েকবার ফলো-আপ করাতে সিঙ্গাপুরে গেছেন ওবায়দুল কাদের।
০৩ মার্চ ২০২৪, ১৫:০৭

সিঙ্গাপুর গেলেন পিটার হাস
মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মাঝেই ছুটি কাটাতে সিঙ্গাপুর গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।  রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জানা গেছে, মূলত আগে থেকেই ছুটি নেওয়া ছিল মার্কিন রাষ্ট্রদূতের। সেই ছুটি কাটাতেই ঢাকা ছেড়েছেন তিনি। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট এয়ারলাইন্সের মাইকেল শিফার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। এতে ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার ও ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার রয়েছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী ৭ মার্চের এ যাত্রায় তার সঙ্গী হতে পারেন স্ত্রী। কয়েক দিন আগেই কারামুক্ত হয়েছেন ফখরুল। কারাগার থেকে বের হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুর যেতে হবে বলে জানান বিএনপি মহাসচিবের ঘনিষ্ঠ কয়েকজন নেতা। গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরেন তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব শনিবার একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তবে কারাগারে থাকার সময় উনার কয়েক কেজি ওজন কমে গেছে। এর কারণ খুঁজে বের করাসহ রুটিন চেকআপের জন্য চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তিনি আবার চিকিৎসকের কাছে ফলোআপের জন্য যাবেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বুধবার মির্জা ফখরুলকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তার জামিন হয়েছে। গ্রেপ্তার দেখানো সবকটি মামলায় বিএনপির এ নেতার জামিন হওয়ায় কারামুক্তি পেলেন। গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ হত্যার মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত
সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় করা হবে ৪২৯ কোটি টাকা। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ এ এলএনজি সরবরাহ করবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনী ২০২১) এর আওতায় এ গ্যাস আনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) এর দাম পড়ছে ৯ দশমিক ৯৩ মার্কিন ডলার। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠানগুলো থেকে কোটেশন সংগ্রহ করে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। তিনি আরও জানান, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এই এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪২৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। এর আগে, গত ২২ জানুয়ারি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে ফেব্রুয়ারি মাসের জন্য এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৮৮ মার্কিন ডলার হিসাবে ওই কার্গোটি আমদানিতে ট্যাক্স ও ভ্যাটসহ মোট ব্যয় হবে ৪৭০ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো খন্দকার মোশাররফকে
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে মারুফ হোসেন জানান, সম্প্রতি বাবার ব্রেইন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয়েছিল। এর ফলে তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ছিলেন। এ ছাড়া ব্রেইনের বহির্ভাগে মেনিনজিওমা নামক টিউমার এখনও রয়েছে, যা পুরোপুরি সংকুচিত হয়নি। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন খন্দকার মোশাররফ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়। এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২২ জানুয়ারি ২০২৪, ০৪:১৭

সিঙ্গাপুর যাওয়ার বিষয়ে রংপুরের সঙ্গে আলোচনা হয়নি সাকিবের
বিপিএলে দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। এই ম্যাচে ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে দুই উইকেট শিকার করেন। তবুও দলে হার বাঁচাতে পারেননি এই টাইগার অধিনায়ক। এই ম্যাচের পরই জানা গিয়েছে চোখে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। রোববার (২১ জানুয়ারি) সাকিবকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মিস করতে পারেন বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাষীস চৌধুরী। তিনি বলেন, ‍চোখের জন্য সাকিব দেশের বাইরেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে ফ্র্যাঞ্চাইজি তাকে পাঠিয়েছিল। এবার আমরা (বিসিবি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সাকিব যেতে চাইনি (বিদেশে)। তবে আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই তাকে পাঠানো হচ্ছে।  অন্যদিকে সিঙ্গাপুরের যাওয়ার বিষয়টি নিয়ে সাকিব তার দল রংপুর রাইডার্সের সঙ্গে আলোচনা করেছেন কিনা তা জানতে দলের টিম ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে আরটিভি। জবাবে আহসান উর রহমান মল্লিক রনি বলেন, আমি শুনেছি সাকিব যাচ্ছে। তবে আমাদের সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি। বিসিবি যদি পাঠায় তাহলে সেখানে আমাদের কিছু করার নেই। এর লন্ডনে চিকিৎসাধীন সময় রংপুরের সিইও জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকে খেলবেন। তবে হঠাৎ কেন দেশের বাইরে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব তখন বলেছিল আমি প্রথম ম্যাচ খেলব। কিন্তু সে তো নিশ্চিতভাবে বলেনি দ্বিতীয় ম্যাচ খেলবে। আর সাকিব যেতে চাইলে আমরা আটতে পারব না। কারণ, আমরা চায় সে ভালো ভাবে ফিরে আসুক। তিনি আরও বলেন, সাকিবও মাঠে ফিরতে মরিয়া হয়ে আছে। সে অনেক চেষ্টা করছে। বিসিবি তাকে পাঠাচ্ছে সেখানে হয়তো সাকিবও না বলতে পারবে না।  রোববার (২১ জানুয়ারি) কখন দেশ ছাড়বে এই প্রশ্নের জবাবে রনি বলেন, আমরা জানি না সে কখন যাচ্ছে। সাকিবের সঙ্গে আমাদের আলোচনা করেনি। সিডিউল অনুসারে কালকে সকালে আমাদের একটা অনুষ্ঠানে যোগ দিবে সে। টিকিট যেহেতু বিসিবি কেটেছে, তারা বলতে পারবে কখন রওনা দিবে। এ ছাড়াও বিসিবি প্রধান চিকিৎসক বলেন, ‍ আমরা প্রাথমিকভাবে ২৪ তারিখ পর্যন্ত তাকে পাব না বলে ধরে নিচ্ছি। তবে সবকিছু নির্ভর করছে ওখানের চিকিৎসক কী বলেন। যদি টেস্ট করতে হয় তাহলে হয়তো লেট হবে। তবে আমরা ২৪ জানুয়ারি পর্যন্ত তাকে পাচ্ছি না।
২০ জানুয়ারি ২০২৪, ২২:৫৭

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে
উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন জানান, রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন। তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবেন। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখছি না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ফের সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।  এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২০ জানুয়ারি ২০২৪, ১৮:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়