ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার ছবি প্রচার, যা জানা গেল

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৪:৫০ পিএম


ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার ছবি প্রচার, যা জানা গেল
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে— এমন দাবিতে একটি ছবি টিকটকে প্রচার হয়েছে। টিকটকে সেই ভিডিওটি প্রায় ২৩ লাখ বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ৯৩ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশ বিমানবাহিনীর ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে, ‘USMC’ নামের একটি ইউটিউব চ্যানেলের গত বছরের ১৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে একই ছবিটি থাম্বনেইল হিসেবে ব্যবহার হতে দেখা যায়। একইভাবে, ‘Milsim AK47’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৮ এপ্রিল এবং ‘MRL TROOPS’ নামের একটি চ্যানেলে গত ১৯ মার্চ প্রকাশিত ভিডিওতেও ছবিটি থাম্বনেইলে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

ভিডিও তিনটির শিরোনামে দুটি দেশের মধ্যে বিমানযুদ্ধের দাবি করা হলেও ইউটিউব চ্যানেলগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এর মধ্যে দুইটি চ্যানেলের ‘অ্যাবাউট’ সেকশনে উল্লেখ আছে যে, চ্যানেলগুলো থেকে ওয়ার-সিমুলেশন গেমের ভিডিও প্রকাশ করা হয়। অন্য একটি চ্যানেলের ভিডিওর বর্ণনায় ‘প্লেয়িং আরমা থ্রি’ উল্লেখ রয়েছে, যা একটি ওয়ার-সিমুলেশন ভিডিও গেম। অর্থাৎ অধিক ভিউ পাওয়ার আশায় ভিডিওগুলোতে ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয়েছে।

Web-Image

আলোচিত ছবিটি থাম্বনেইল হিসেবে ব্যবহার করা ‘USMC’ নামের প্রথম চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর প্রায় সব ভিডিওর থাম্বনেইলে একই ধরনের ছবি ব্যবহৃত হয়। এই ছবিগুলো শুধুমাত্র এই চ্যানেলেই পাওয়া যায় এবং কোনো গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এদের অস্তিত্ব পাওয়া যায় না। এছাড়া ছবিগুলোতে এআই দিয়ে তৈরি হওয়ার বিভিন্ন লক্ষণও পরিলক্ষিত হয়।

বিজ্ঞাপন

বিষয়টি আরও নিশ্চিত হতে আলোচিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ বিমানবাহিনী যদি ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতো তবে তা বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো, যা এ ক্ষেত্রে ঘটেনি। এআই দিয়ে তৈরি একটি ছবিকে বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে— এমন দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

আরটিভি/এমএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission