• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কেট খোলার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০২০, ২২:৩১
মার্কেট খোলার সিদ্ধান্ত, সামাজিক যোগাযোগ মাধ্যম, আলোচনা-সমালোচনা
ঈদের কেনাকাটা। ফাইল ছবি।

করোনাভাইরাস এই সংকটময় মুহূর্তে যখন প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। আগামী ১০ মে থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিংমল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। হঠাৎ সীমিত পরিসরে খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। গার্মেন্টস খুলে দেওয়া এবং এরপর একে একে মার্কেট ও মসজিদ খুলে দেওয়ার বিষয়গুলো কেউবা ইতিবাচক আবার কেউ নেতিবাচকভাবে দেখছেন।

বুধবার (০৬ মে) সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজের কমেন্ট বক্সে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। ব্যবহারকারীদের কমেন্টে উঠে এসেছে ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন দিক।

রফিকুল ইসলাম ফারুখ নামের একজন লিখেছেন, 'শুধু ক্রেতা ভিজিটরস-ই নয় দোকানদার দোকানের কর্মচারী সবাই আক্রান্ত হবে যদি শপিং খোলে!'

মোজাহারুল হক লিখেছেন, 'ঈদের আগে মার্কেট খুলে দিয়ে বেকার অসহায় বাবাদের বাচ্চা ও পরিবারের কাছে লজ্জিত করলেন'

মোঃ ওসমান গণি লিখেছেন, 'ঈদ পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে।'

সায়েদুর রহমান মন্তব্য করেছেন, 'বাংলাদেশের মানুষ যে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে যাবে এটাও বিশ্বাস করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়'

বিষয়টি ভিন্নভাবে দেখছেন ইভা আক্তার মিথিলা। তিনি লিখেছেন, 'আমার আজব দেশে বাস করি জনগণের জন্য সরকার কিছু করলে দোষ না করলে দোষ'

একটু জোরালোভাবে ফেসবুক বন্ধুদের জন্য লিখেছেন জাহিদ রহমান। তিনি লিখেছেন, 'আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, তারা মার্কেটে গেলে আমাকে আনফ্রেন্ড করে যাবেন।'

বিষয়টি একটু গভীরভাবে দেখেছেন মনোয়ার হোসাইন খান। তিনি লিখেছেন 'লকডাউন ছিল বাধ্যতামূলক। সেটাও মানেন নাই। প্রশাসন, পুলিশ শক্তি প্রয়োগ করেও আপনাদের ঘরে রাখতে পারে নাই। নতুন কাপড় ছাড়াও আপনার ঈদ হবে। কিন্তু, পরিবারের একজনের করোনা হলে কারও ঈদ হবে না। সীমিত আকারে মার্কেট খোলা। এখানে যাওয়া বাধ্যতামূলক না। আপনি আমি না গেলে কেউ ধাক্কাইয়া নিয়ে যাবে না। মন না চাইলে যামু না। যদি মনে করেন যে মার্কেট খোলা থাকলে যেতে ইচ্ছে করবেই, তাইলে আর সরকাররে গালিগালাজ করে লাভ নাই। নিজেদের মধ্যেই সমস্যা আছে। এর জন্য সরকার দায়ী না!! যে দেশের জনগণ সরকার কে পরোয়া করেনা আমি অসভ্য বলবো না, তাতে অসভ্য ও অপমান বোধ করবে!'

জিএ

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত মেট্রোতে রং মেখে দুই তরুণীর কাণ্ড, অতঃপর...
ফের ফেসবুকে সমস্যা
করোনায় আরও একজনের মৃত্যু
শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
X
Fresh