ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লাইভ

ওপেনিং জুটি ভাঙতে লাগল দেড়ঘণ্টা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ , ১১:২৯ এএম


loading/img
ছবি-সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে টাইগাররা যেন নখ দন্তহীন বাঘ। ইনিংসের নবম ওভারের শেষ বলে সময় আবু জায়েদ রাহীর করা বল ক্যাম্পবেলের পায়ে লাগায় জোরালো আবেদন করলে সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

বিজ্ঞাপন

আম্পায়ারের সিদ্ধান্তের পর রিভিউ নেন ক্যাম্পবেল। তাতে দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যায় বল। এতে সিদ্ধান্ত থেকে সরে আসেন আম্পায়ার শরফুদ্দৌলা।

আরও পড়ুন : হয়েও হলো না

ব্যক্তিগত ১৩ রানের মাথায় রিভিউ সফল হওয়া ক্যাম্পবেল শেষ পর্যন্ত সেই এলবিডব্লু হয়েই ফেরেন সাজঘরে।

পানি পানের বিরতির পর তাইজুলের চতুর্থ ওভারের চতুর্থ বলের সময় এলবিডব্লু হলে আবারও রিভিউ নেন ক্যাম্পবেল। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রিভিউতে আউটের সিদ্ধান্ত এলেও উইন্ডিজ কোচ ফিল সিমন্স আপত্তি জানান, বল ব্যাটে লেগেছে বলে।

তবে মধ্যাহ্ন বিরতির আগে উইকেট পেতে বেশ হিমশিম খেতে হয়েছে টাইগার বোলারদের। শেষ পর্যন্ত ওই ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে উইন্ডিজ।

বিজ্ঞাপন

এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

বিজ্ঞাপন

আরও পড়ুন : সাবেক বান্ধবীর মৃত্যুতে বিশ্বকাপ ফাইনাল না খেলেই ফিরলেন

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটে পড়ে খেলা হচ্ছে না অল-রাউন্ডার সাকিব আল হাসানের। একই কারণে খেলা হচ্ছে না ওপেনার সাদমান ইসলামের। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

একাদশে জায়গা হয়েছে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন এবং আবু জায়েদ রাহীর। সফরকারী দলেও এসেছে পরিবর্তন। পেসার কেমার রোচের বদলে এই ম্যাচে খেলছেন আলজারি জোসেফ।

বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

আরও পড়ুন : ক্যানসার আক্রান্ত শিশুর পাশে রোনালদো-জর্জিনা

উইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মজলে, এনক্রুমাহ বনার, জশুয়া দ্য সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মায়ার্স।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |