কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ মে যাওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। আগামী ৩০ মে ঢাকা থেকে ছেড়ে যাবে জামাল ভূঁইয়াদের বহনকারী ফ্লাইটটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বুধবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
বাফুফের এই সহ সভাপতি জানান, করোনাভাইরাসের প্রকোপে কাতারে স্বাস্থ্যবিধি কঠোর হওয়ায় প্রস্তুতি ম্যাচ, খেলোয়াড়দের সুইমিং, জিম, ডাইনিং সুবিধা দিতে পারবে না দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
কাজী নাবিল বলেন ‘কাতারে কোয়ারেন্টিন মাফ হলেও তারা অনেক সুবিধা দিতে পারবে না। তাই আমরা ফুটবলারদের সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্যের জন্য ঢাকাতেই ক্যাম্প অব্যাহত রাখব।’
৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৭ জুন ওমানের বিপক্ষে নামবে জেমি ডে’র শিষ্যরা। তার আগে দুটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা ছিল সফরকারীদের। বাফুফের দাবি, কাতার ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সরকার কাছ থেকে বিশেষ অনুমতি পায়নি। অনুশীলন ম্যাচও আয়োজন সম্ভব হচ্ছে না। তাই দেশেই দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি সারবে বাংলাদেশ দল।
‘আমরা এখন দেশেই দুইটি ক্লাবের সঙ্গে খেলার পরিকল্পনা করছি। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই অনুশীলন ম্যাচের তারিখ ঠিক হবে।’ যোগ করেন ন্যাশনাল কমিটির চেয়ারম্যান।
ওয়াই