ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জেনে নিন এশিয়ার বড় ১০টি স্টেডিয়ামের নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ জুলাই ২০২১ , ০৫:২৪ পিএম


loading/img

এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এশিয়াতে রয়েছে ৪৮টি দেশ। এসব দেশে বিভিন্ন ধরনের স্টেডিয়াম রয়েছে। অনেক দেশে রয়েছে নান্দনিক সৌন্দর্যের স্টেডিয়াম, আবার অনেক দেশে রয়েছে বৃহৎ স্টেডিয়াম। আজকে আমরা জানবো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ১০টি স্টেডিয়ামের নাম। 

বিজ্ঞাপন

১.   রুংনাডো মে ডে স্টেডিয়াম

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় স্টেডিয়ামের মালিক উত্তর কোরিয়া। ‘রুংনাডো মে ডে’ স্টেডিয়াম শুধু এশিয়া মহাদেশে নয়, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। ১৯৮৯ সালে এটি চালু করে উত্তর কোরিয়ার সরকার। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৫০ হাজার। 

বিজ্ঞাপন

২. শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম
এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম রয়েছে বাংলাদেশে। কক্সবাজারে অবস্থিত শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামটি হলো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। ২০১৪ সালে স্টেডিয়ামটি ক্রীড়া প্রেমিদের জন্য খুলে দেওয়া হয়। স্পোর্টস শো সাইটিতে স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ১ লাখের কথা বলা হলেও মূলত স্টেডিয়ামটিতে ধারণক্ষমতা ৭ হাজার ৮০০ জন। 

৩. গেলোরা বুং কার্নো স্টেডিয়াম
এশিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামটি রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। গেলোরা বুং কার্নো স্টেডিয়ামটি হলো তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। এটি ১৯৬২ সালের ২৪ জুলাই খুলে দেয় ইন্দোনেশিয়ার সরকার। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৮৮ হাজার ৩০৬ জন। 

৪. বুকিত জলিল স্টেডিয়াম
এশিয়ার চতুর্থ বৃহত্তম স্টেডিয়ামটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। দেশটির জাতীয় স্টেডিয়াম বুকিত জলিল হলো চতুর্থ স্টেডিয়াম। ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর ক্রীড়া প্রেমিদের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৮৭ হাজার ৪১১ জন।
  
৫. আজাদি স্টেডিয়াম
ইরানের রাজধানী তেহেরানে এশিয়ার পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম অবস্থিত। এশিয়ার পঞ্চম বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় রয়েছে দেশটির আজাদি স্টেডিয়াম। ১৯৭৩ সালের ১৮ অক্টোবর স্টেডিয়ামটি খুলে দেয় দেশটির সরকার। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৮৪ হাজার ৪১২ জন। 

বিজ্ঞাপন

৬. গুয়াংডং অলিম্পিক স্টেডিয়াম
এশিয়ার বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় ছয় নম্বরে রয়েছে চীনের গুয়াংডং অলিম্পিক স্টেডিয়ামটি। ১৯৯৮ সালে স্টেডিয়ামটির কাজ শুরু করে দেশটির সরকার। এরপর ২০০১ সালে স্টেডিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা রয়েছে ৮০ হাজার ১২ জন।
 
৭. শাহ আলম স্টেডিয়াম 
এশিয়ার বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়াম। ১৯৯৪ সালের ১৬ জুলাই স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। বর্তমানে স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা রয়েছে ৮০ হাজার। 

বিজ্ঞাপন

৮. বেইজিং জাতীয় স্টেডিয়াম
চীনের রাজধানী বেইজিং এ এশিয়ার অষ্টম বৃহত্তম স্টেডিয়াম অবস্থিত। বেইজিং জাতীয় স্টেডিয়ামটি ২০০৮ সালের ২৮ জুন খুলে দেওয়া হয়। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৮০ হাজার। 

৯. সাংহাই স্টেডিয়াম 
এশিয়ার বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় নবম অবস্থানে রয়েছে চীনের সাংহাই স্টেডিয়াম। ১৯৯৭ সালে স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। বর্তমানে স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৮০ হাজার।

১০. কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম 
স্পোর্টস শো এর তালিকায় এশিয়া মহাদেশের বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় দশ নম্বরে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামটি। আজ থেকে ২৮ বছর আগে ১৯৮৭ সালে স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। বর্তমানে স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৭৫ হাজার।

ক্রিকেট, ফুটবল এবং টেনিসসহ অন্যান্য খেলার সম-সাময়িক বিষয় নিয়ে কাজ করা জনপ্রিয় সাইট স্পোর্টস শোতে এশিয়ার মধ্যে ভারতের কোনো স্টেডিয়াম রাখা হয়নি। তবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতের গুজরাতের আমদাবাদের অদূরে উদ্বোধন করা নরেন্দ্র মোদি স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার।    

সূত্র: স্পোর্টস শো

জেএইচ/পি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |