ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কোয়ার্টার ফাইনালে সালাহর মিসর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ , ১০:৩৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

আইভরি কোস্টের সঙ্গে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে আফ্রিকান নেশনস কাপের শেষ ষোলর লড়াইটা জিতে মিসর পাড়ি জমিয়েছে কোয়ার্টার ফাইনালে।

বিজ্ঞাপন

সাতবারের চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালে ওঠানোর জন্য অধিনায়ক মোহাম্মদ সালাহ নাইম মাথা ঠান্ডা করে  পেনাল্টিতে গোল করেছেন।

প্রতি ম্যাচেই কোচ কুইরোজের কৌশলকেই সব সময় যৌক্তিক প্রমাণ করা হয়। বুধবার রাতে যে কয়টা সুযোগ এসেছে, তার সবকটাই লক্ষ্যভ্রষ্ট! ওমার মারমুশের ভুল শট দিয়ে শুরু, তার পর পুরো ম্যাচেই চলে এর পুনর্মঞ্চায়ন। আইভোরিয়ানরাও অনেক ভালো পারফর্ম দেখিয়েছে ম্যাচে, দলটি গোলের কাছে গিয়েছিল ডিফেন্ডার এরিক বাইয়ির শটে, সেটাও অবশ্য ক্রসবারে প্রতিহত হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুটা খানিকটা বাড়তি তীব্রতা নিয়ে হলেও ম্যাচটা গড়িয়েছে টাইব্রেকারে। 

শুটআউট পর্বে বাইয়ির শট ক্রসবারে প্রতিহত হলে সালাহদের সামনে সুযোগ চলে আসে ম্যাচ জেতার। পাঁচ নম্বর পেনাল্টি নিতে আসা সালাহ হতাশ করেননি দলকে। ঠান্ডা মাথায় জালে বল জড়ান, তাতেই মিসর পৌঁছে যায় প্রতিযোগিতার শেষ আটে।

মিশর আগামী রোববার (৩০ জানুয়ারি) শেষ আটে মরক্কোর মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |