ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইউরোপা লিগেও ধুঁকছে বার্সা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ১১:০৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর দীর্ঘ ১৭ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমেও ধুঁকছে বার্সেলোনা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্প ন্যুয়ে নাপোলির বিপক্ষে ১-১ গোল ড্র করেছে বার্সা। 

ম্যাচের ২৯তম মিনিটে পিওতর জিয়েলিন্সকের গোলে এগিয়ে যায় নাপোলি। প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধেও এলোমেলো ফুটবল খেলেছে। যদিও ৫৯তম মিনিটে হাঁফ ছেড়ে বেঁচেছে পেনাল্টির কল্যাণে। ডি-বক্সে নাপোলির ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে সমতা টানেন তরেস। শেষপর্যন্ত ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

বিজ্ঞাপন

ম্যাচে ৬৭ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় বার্সা, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নাপোলি ৪ শটের ৪টিই লক্ষ্যে রাখে। এই ড্রয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে যাওয়া কঠিন হয়ে পড়েছে বার্সেলোনার জন্য। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |