মিলান ডার্বি জিতে প্রায় এক যুগ পরে কোপা ইতালিয়ার ফাইনালে জায়গা করে নিলো ইন্টার। সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এসি মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সহজ জয় পেয়েছে সিমোনে ইনজাগির দল।
২০১১ সালের পর আবার কোপা ইতালিয়ার ফাইনালে উঠল দলটি। সেবারই এই আসরে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। অপরদিকে ২০০৩ সালের পর থেকে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন না হওয়া এসি মিলানের সামনে প্রতীক্ষা বাড়ল আরও।
সান সিরোতে এদিন অবশ্য এসি মিলান বেশি আক্রমণ করেছিল। তবে গোলমুখে এসে খেই হারানোতে ইন্টারের জন্য হুমকি হয়ে উঠতে পারেনি দলটি। অপরদিকে এই ম্যাচে ইন্টারের পক্ষে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। অন্য গোলটি আসে রবিন গোসেন্সের পা থেকে।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। দারমেইন মাত্তেওর পাস থেকে সাইড ভলিতে জাল খুঁজে নেন মার্টিনেজ। ম্যাচের ৪০ মিনিটে নিজের জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই আর্জেন্টাইন।
ম্যাচের ৮২তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের অ্যাসিস্ট থেকে গোসেন্স গোল করলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় এসি মিলান। ফাইনালে উঠে যাওয়া ইন্টারের বিপক্ষে খেলার জন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে জুভেন্টাস-ফিওরেন্তিনা। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জুভেন্টাস।
কোপা ইতালিয়াতে ইন্টারের কাছে হেরে বাদ যাওয়া এসি মিলান অবশ্য ‘সিরি আ’তে এগিয়ে আছে প্রতিপক্ষ থেকে। ‘সিরি আ’তে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। অপরদিকে এক ম্যাচ কম খেলা ইন্টার পিছিয়েছে ২ পয়েন্ট ব্যবধানে।