ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাঁচা-মরার লড়াইয়ে স্মৃতিকাতর ক্যামেরুন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ , ০২:৫২ পিএম


loading/img

কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে ক্যামেরুন। ব্রাজিলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও শেষ ১৬ নিশ্চিতে ক্যামেরুনের জন্য বাঁচা-মরার লড়াই।

বিজ্ঞাপন

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেই স্মৃতিকাতর হয়ে পড়েন ক্যামেরুন কোচ রিগোবের্ট সং। তার মতে, শক্তিশালী এই দলটি তার চেনা। তবে এবারের মোকাবিলায় তার ভূমিকা আলাদা।

রিগোবের্ট সং বলেন, এখন আমার বয়স ৪৬। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে আমি ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিলাম। সেখানে আমাদের ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। একই রকম ম্যাচে আমরা আবারও মুখোমুখি। তখন আমি ছিলাম খেলোয়াড়, আজ কোচ।

বিজ্ঞাপন

সং বলেন, ব্রাজিল শক্তিশালী। তবে আমাদের হারানোর কিছু নেই। আমরা ৩ পয়েন্টের জন্যই মাঠে নামব। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যেকোনো উপায়ে আমাদের ফল বের করতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |