ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নাঈম শেখ কি দেখেও শেখেন না!

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ০৮:১৩ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ (৬ জানুয়ারি) মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। রংপুরের ফ্র্যাঞ্চাইজির পক্ষে ওপেনিং করতে নামেন নাঈম শেখ এবং রনি তালুকদার। যেখানে উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে রনি কুমিল্লার বোলারদের কচুকাটা করছেন, অন্যপ্রান্তে নাঈম তখন ধৈর্য্যের প্রতিমূর্তি গড়ে তুলছিলেন।

বিজ্ঞাপন

অথচ দুইজন একই উইকেটে খেলছেন। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং করতে নেমেছিলেন। এই দুইজনের ওপেনিং জুটি থেকে প্রায় ৯ ওভারে এসেছিল ৮৪ রান। যেখানে রনির রান ছিল ৬৭। তাও মাত্র ৩১ বলে ২১৬ স্ট্রাইক রেটে। যেখানে ১১ চারের সঙ্গে ১টি ছয়ের মারও ছিল।

ঠিক সেই মুহূর্ত পর্যন্ত নাঈম করতে পেরেছিলেন ২২ বল খেলে মাত্র ১৫ রান। যদিও দুইজনে একই বোলারকে মোকাবিলা করছিলেন। রনির ব্যাটিং দেখে যেখানে উইকেট যে ভালো সে সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল। সেখানে নাঈমের সংগ্রাম বেশ দৃষ্টিকটুভাবে চোখে লেগেছে।

বিজ্ঞাপন

কেবল নাঈমের সংগ্রাম নয়, এই ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাপ্রোচই ছিল নেতিবাচক। বাউন্ডারির খুব বেশি চেষ্টাই করেননি এই ব্যাটসম্যান। নিজের প্রথম ১৫ রানের মধ্যে নাঈম চার হাঁকিয়েছিলেন ২টি। যারমধ্যে ১টি আবার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছন দিয়ে এসেছিল। শেষ পর্যন্ত ৩৪ বল খেলে ৪টি চারে ২৯ রান করে ফেরেন নাঈম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |