ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। যদিও এক বছর আগেই এই সময়সূচি প্রকাশ করে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নানান জটিলতার কারণে এবার বিশ্বকাপের সময়সূচি প্রকাশ্যে বিলম্ব হচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি পেতেও বিলম্ব হচ্ছে বিসিসিআইয়ের।
এখন পর্যন্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। আর ভারতের মাটিতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে এরই মধ্যে সরাসরি খেলার জন্য জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এ ছাড়া স্বাগতিক ভারতসহ ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে কোনো দলই এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি।
ক্রিকেটের এই ফরম্যাটে টাইগাররা শক্তিশালী দল হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ অনেকেই। এমনকি লাল-সবুজের প্রতিনিধিদের দুই সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসানও এই বছরে ভালো কিছুর প্রত্যাশার কথা জানিয়েছেন। ওয়ানডে ফরম্যাটের টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও সাকিবের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাই টাইগারদের কাছে ক্রিকেটপ্রেমীদের এবার প্রত্যাশাও বেশ।
সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবিও এরই মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এবার বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ঠিক কবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।
তার (সুমন) দাবি, এজন্য আসন্ন আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। তার (সুমন) ভাষ্য, আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আমাদের দল চূড়ান্ত করতে সুবিধা হবে।
বিসিবির এই নির্বাচক জানান, সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব, আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।
এদিকে টাইগারদের এই নির্বাচকের দাবি, ঘরের মাঠে আয়ারল্যান্ড দলকে হারানো সহজ হলেও ইংল্যান্ডের মাটিতে তাদের হারানো কঠিন-ই হবে।
বিসিবির এই নির্বাচক বললেন, মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। বৃষ্টি হতে পারে। উইকেট আর্দ্র থাকে। সব মিলিয়ে একদম প্রতিকূল পরিস্থিতিতে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা এখন প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। আয়োজক ভারতসহ ৭ দল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। এদের সঙ্গে যোগ দেবে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে আরও দুই দল।