ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ , ১০:৩৯ এএম


loading/img

আর মাত্র ৬৫ দিন, এরপরই মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। আর বৈশ্বিক এই আসরকে ঘিরে উন্মাদনার শেষ নেই ক্রীড়াপ্রেমীদের। এ নিয়ে মাতোয়ারা টাইগার সমর্থকরাও। তবে লাল-সবুজদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে এবার বাংলাদেশে আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। স্বচক্ষেই এই ট্রফি দেখতে পারবেন  বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ বিশ্বকাপ ট্রফি তিনদিন অবস্থান করবে। আগামী ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। বর্তমানে ট্রফিটি পাকিস্তানে রয়েছেন। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে  ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপ ট্রফিটি।

এদিকে কোথায় কোথায় হবে, বিশ্বকাপ ট্রফির ফটোসেশন, এবার জানা গেল সেই তথ্যও।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, এবার পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপের ট্রফি। সেখানেই ফটোসেশন হতে পারে।

এর আগে, জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করা হয়েছিল। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু।

সূত্র অনুযায়ী, শুধু ফটোসেশনে জন্য ট্রফি যাবে পদ্মা সেতুতে। সাধারণ দর্শক বিবেচনায় ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি। আর হোম অব ক্রিকেট গ্রাউন্ড শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত জুনে ট্রফিটি পৃথিবী হতে এক লাখ ২০ হাজার ফুট ওপরে থেকে দর্শনীয় শৈলীতে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করেছে। এরপর ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রফি ট্যুর চলে ভারতের বিভিন্ন শহরে।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ থেকেই এই ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হচ্ছে না। প্রতিটি দেশেই দুদিন করে অবস্থান করবে বিশ্বমঞ্চের এই রাজমুকুট।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের ভাষ্য, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি সফর শুরু হচ্ছে। সফরকালে সেটি প্রতিটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা করবে। সাধারণ মানুষদের দর্শন দেবে। এ ছাড়া ক্রিকেট উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করবে।  ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলোও পরিদর্শন করবে। ক্রিকেটে এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, ট্রফিটি তাদের কাছাকাছি নিয়ে যেতে। ট্রফির সঙ্গে কিংবদন্তিদেরও দেখা তারা পেয়ে যাবেন।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |