• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

এশিয়া কাপ দিয়ে তামিমের ‘বিকল্প’ খুঁজবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৩, ২২:১৪
ফাইল ছবি

মেরুদন্ডের ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। যে কারণে ৭ নম্বর ব্যাটিং পজিশনের পাশাপাশি ওপেনিং নিয়েও বেশ চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে।

এশিয়া কাপ থেকে তো তামিম ছিটকে গেছেনই, তাকে নিয়ে শঙ্কা রয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ নিয়েও। আর সে কারণেই এখন থেকেই তামিমের বিকল্প খুজতে শুরু করেছে বোর্ড। আসন্ন এশিয়া কাপে তাই দুই একজন ওপেনারকে বাজিয়ে দেখার পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১১ আগস্ট) ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘যদিও বিষয়টি নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে আমার মনে হয় এশিয়া কাপে এক-দুজন ওপেনারকে ট্রায়াল করানো হতে পারে। কিন্তু সবকিছুই হবে যদি তামিম ফিরতে না পারে। আর তামিম খেললে তো কোনো কথাই নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের এশিয়া কাপ স্কোয়াড ও বিশ্বকাপ স্কোয়াড একই হওয়ার কথা। মানে এশিয়া কাপ যারা খেলবে তারাই বিশ্বকাপ খেলবে। শুধু একটা পজিশন নিয়ে আমাদের সমস্যা। আমরা এখনও তামিমের খেলার ব্যাপারে নিশ্চিত নই। সে ফিট হবে কিনা সেটিও আগে থেকে বলা মুশকিল। যদি সে ফিট হয় তাহলে তো অবশ্যই খেলবে। যে কারণে আমাদের একজন বিকল্প ওপেনারও প্রস্তুত রাখতে হবে।’

তামিমের পরিবর্তে ওপেনার হিসেবে রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ রয়েছেন বিসিবির পাইপলাইনে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
জাকেরের সাফল্য নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন
দুপুরে বোর্ড সভায় বসছে বিসিবি, আসতে পারে যেসব সিদ্ধান্ত
বিসিবির প্রস্তাব পেলে পূর্ণ মেয়াদে নেতৃত্ব দিতে রাজি লিটন