ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ১০:২৪ এএম


loading/img
ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনের আর এক সপ্তাহও বাকি নেই। তবে ছয় জাতির এই বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সুসংবাদ পেলেন তাসকিন আহমেদ। এবার তৃতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগারদের পেস ইউনিটের কাপ্তান।

বিজ্ঞাপন

তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আরও এক কন্যা সন্তান এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই খবর তাসকিন নিজেই জানিয়েছেন।

পোস্টে তিনি (তাসকিন) লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ-তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

 

বিজ্ঞাপন

এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম বাবা হন টাইগারদের এই পোস্টারবয়। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এরপর গেল বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি। এবার এই দম্পতির ঘরে এলো তৃতীয় সন্তান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |