জাতীয় দলের টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে হুট করেই সংবাদমাধ্যমে চাউড় হয় নাফিস ইকবালের টিম ম্যানেজার পদ থেকে অব্যাহতি নেওয়ার। কিন্তু বাস্তবিকপক্ষে নিজ থেকে টিম ম্যানেজারের পদ থেকে ইস্তফা দেননি তিনি। আর তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা এসেছে বোর্ড থেকেই।
আরটিভিকে নিজ থেকে সরে যাওয়ার খবরটি ভুল আখ্যা দিয়ে নাফিস বলেন, ‘আমি রিজাইন দিইনি। খবর যেটা উঠেছে, সেটা ভুল। কেন এমনটা হলো সেটা বোর্ডই ভালো বলতে পারবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের সময় বোর্ড সভা চলাকালে হুট করেই মাঠ ছেড়ে চলে যান নাফিস।
ধারণা করা হচ্ছে, বোর্ডের সঙ্গে মতবিরোধ হওয়ার কারণেই মাঠ ছেড়ে চলে যান জাতীয় দলের এই লজিস্টিক ম্যানেজার। যার ফলশ্রুতিতে চাকরি হারাতে হয় তাকে।
এর আগে বোর্ড সভাতে সিদ্ধান্ত নেওয়া হয় শতভাগ ফিট না হওয়ায় তামিম ইকবালকে বাদ দিয়েই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার।