ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এবার নাফিস ইকবালের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ০২:২৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সব অপেক্ষার অবসান শেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। সেই স্কোয়াডে ওপেনার তামিম ইকবালের জায়গা হয়নি।

বিজ্ঞাপন

মূলত ফিটনেস ইস্যুতেই বাদ পড়েছেন তামিম। তার বেরসিক ইনজুরি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। বিশ্বকাপে খেলবেন না এই ওপেনার, এমন গুঞ্জন অনেক দিনের। শেষমেশ সেই শঙ্কাটাই সত্যি হয়ে গেছে।

বিশ্বকাপের দল ঘোষণা, সাকিব-তামিম দ্বন্দ্ব, তামিমের বিশ্বকাপের স্কোয়াডে থাকা না-থাকা এই তিন ইস্যুতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জরুরি বোর্ড সভা বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সভাতে সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে তামিম ইকবালকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপের মিশনে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পর হুট করেই ম্যাচের মাঝপথে ড্রেসিং রুম ছেড়ে চলে যান জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপরই খবর আসে চাকরি হারিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ড্রেসিংরুম ছেড়ে দলে যান নাফিস। এতে করে বোর্ডের প্রটোকল ভঙ্গ করেন তিনি।

তবে ঠিক কি কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন, সে বিষয়ে কাউকেই কিছু বলেননি নাফিস। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন নাফিস।

বিজ্ঞাপন

সেই পোস্টে দুই ছেলেমেয়ের সঙ্গে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, মৌনতা মানেই শূন্যতা নয়। মৌনতাই সব প্রশ্নের উত্তরে পূর্ণ।

বিজ্ঞাপন

ওই পোস্টে নিজের পরিবারের জন্য দোয়াও চেয়েছেন তামিম ইকবালের বড় ভাই। তার (নাফিস) ভাষ্য, সৃষ্টিকর্তার সর্বোচ্চ পরীক্ষার জবাব নিহিত থাকে ধৈর্য ধরার মধ্যে। আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

এর আগে, মঙ্গলবার দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিন রাত ৮টা ১৬ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক ভিডিও পোস্ট করে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলে ওপেনিংয়ে সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিমের।

এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন রাত থেকেই নানান গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গুঞ্জন ওঠে, বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলতে চান তামিম। তবে তামিমের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, এমন কিছুই তামিম বলেননি। নির্বাচকরাও অকপটে বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে আকস্মিকভাবে লাল-সবুজের এই ওপেনারের বাদপড়ার পর নানান প্রশ্নের উত্থান হয়েছে। যদিও দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন তামিম। আর টিম ম্যানেজমেন্টও এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।

নানান গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানান প্রশ্নোত্তর দেওয়ার কথা জানিয়েছেন।

ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।

তিনি আরও লিখেছেন, গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |