ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপে ৯ গোলে বড় জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ , ০৮:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

হার দিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের মিশন শুরু করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় জয়ে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ক্যালেডোনিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। এই ম্যাচে প্রতিপক্ষের জালে গুনে গুনে ৯ বার বল জড়ায় তারা। জবাবে একবারও গোলের দেখা পায়নি নিউ ক্যালেডোনিয়া। শেষ পর্যন্ত ৯-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমারের উত্তরসূরিরা। 

প্রথমের ২৮তম মিনিটে প্রথম জালের দেখা যায় সেলেসাওরা। এরপর ম্যাচের ৩৯, ৪৪, ৪৬, ৫১, ৫৫, ৬১, ৮৬ ও ৯৪তম মিনিটে গোল করে বিশ্ব ফুটবলের পরাশক্তিরা।

বিজ্ঞাপন

ব্রাজিলের হয়ে কাউয়া ইলিয়াস হ্যাটট্রিক করেন। এ ছাড়া দুটি গোল করেন রায়ান।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) এশিয়ার পরাশক্তি ইরানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল।

ব্রাজিলের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। ফিফা প্লাস ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |