ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নাপোলিকে কাঁদিয়ে কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৩ মার্চ ২০২৪ , ১১:৩৫ এএম


loading/img
ছবি- গেটি ইমেজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগে ড্র করেছিল বার্সেলোনা। তাই ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না কাতালানদের। এমন কঠিন সমীকরণের ম্যাচে জয় তুলে নিয়ে তিন মৌসুম পর কোয়ার্টার ফাইনালে পা রাখলো বার্সা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এতে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে শেষ আটে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।

সবশেষ ২০২০ সালে কোয়ার্টার ফাইনালে ওঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপাজয়ীরা। এরপরই এবারই সেমির লড়াইয়ে উঠলো তারা।

বিজ্ঞাপন

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জাভির দল। ম্যাচের ১৫তম মিনিটে রাফিনিয়ার বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন লোপেস।

দুই মিনিট পর আবারও গোলের দেখা পায় কাতালানরা। রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন জোয়াও ক্যানসেলো।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে উঠে ইতালিয়ান ক্লাবটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩০তম মিনিটে আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। 

বিজ্ঞাপন

এরপর বিরতি থেকে ফিরেও আধিপত্য বজায় রাখে বার্সা। বেশ কয়েক সুযোগ পেলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাভির শিষ্যরা। 

বিজ্ঞাপন

ম্যাচের ৬৮তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন ইয়ামাল। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

এরপর ম্যাচের ৮৩তম মিনিটে পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে জয় নিয়ে সেরা আট নিশ্চিত করে বার্সেলোনা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |