দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন কি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ০১:৩৪ পিএম


চেন্নাই
ছবি- বিসিসিআই

চলতি আইপিএলে টানা দুই জয়ে রীতিমত উড়ছে চেন্নাই সুপার কিংস। দলটির সামনে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা এবার প্রতিপক্ষের মাঠে ধরে রাখার চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে চেন্নাইয়ের জার্সিতে বল হাতে দারুণ সময় কাটছে মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি এই পেসার।

বিজ্ঞাপন

দুর্দান্ত ফর্ম থাকলেও দিল্লির বিপক্ষে চেন্নাইয়ের একাদশে ফিজ থাকবেন কি না, তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। কারণ, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। গত আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন পাথিরানা। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্যতম বড় অস্ত্র এই পেসার।

মূলত চেন্নাইয়ের বাইরে ম্যাচ বলেই ফিজকে ঘিরে অনিশ্চয়তা জেগেছে। কেননা, প্রতিপক্ষকে বিচার বিশ্লেষণ করেই একাদশ সাজিয়ে থাকে আইপিএলের প্রতিটি দল। টিম কম্বিনেশন আর কন্ডিশনের কারণে ফর্মে থাকার পরও একাদশ থেকে বাদ পড়ার নজির রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই লিগে।

প্রথম দুই ম্যাচে চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ফিজের বোলিংয়ের জন্য সহায়ক ছিল। তবে আজ খেলা হবে দিল্লির মাঠ বিশাখাপট্টনমে। চেন্নাইয়ের চেয়ে এই উইকেট কিছুটা ভিন্ন। সেখানে ঘাসের কারণে শুরুর দিকে বেশ সুইং পাবেন পেসাররা। এ ছাড়া সন্ধ্যার পর শিশিরের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

সবকিছু বিবেচনায় দিল্লির একাদশে আজ চার বাঁহাতি ব্যাটারকে দেখা যেতে পারে। অন্যদিকে মঈন আলীর মতো অফ-স্পিনারকে একাদশে ভেড়াতে পারে চেন্নাই। তাই যেকোনো এক পেসারকে একাদশের বাইরে রাখতে হতে পারে চেন্নাইয়ের। তবে পারফরম্যান্স বিবেচনায় ফিজের বাদ পড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশে।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission