• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরিজ রক্ষার ম্যাচেও বাংলাদেশের মামুলি পুঁজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২৪, ১৭:৩৭
বাংলাদেশ
ছবি- বিসিবি

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় ম্যাচেও বড় সংগ্রহ গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অনভিজ্ঞ দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে সিরিজে টিকে থাকার ম্যাচে মামুলি পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান তুলেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুতই ৪৬ রান জড়ো করেন ইনিংসের গোড়াপত্তনে নামা দুই ব্যাটার দিলারা এবং মুর্শিদা খাতুন। তবে ব্যক্তিগত ৯ রানে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা।

মুর্শিদা ফেরার পর আরেক ওপেনার দিলারাও সাজঘরের পথ ধরেন। প্যাভিলিয়নে ফেরার ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের মারকাটারি এক ইনিংস সাজান অনভিজ্ঞ এই ব্যাটার।

দুই ওপেনার ফেরার পর জ্যোতি এবং সোবহানা মুস্তারি ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ধীরগতির ২৮ আর সুবহানার ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে বাংলাদেশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ নভেম্বর)
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
সংসদে ১৫০ নারী আসন চায় বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চায় বিশ্বব্যাংক