ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ০২:৪১ পিএম


loading/img
ছবি-এএফপি

সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছিলেন। তবে এবার সিরিজ জয়ের মিশনে টস ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের দলপতির। 

বিজ্ঞাপন

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন টাইগার ব্যাটাররা।

সিরিজ জয়ের মিশনে একাদশে জোড়া পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং শরীফুল ইসলামের জায়গায় পেসার তানজিম হাসান সাকিব খেলবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাদ পড়েছেন এনগারাভা ও এনদোলভু।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |