বিশ্বকাপের মধ্যেই পাকিস্তান শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ , ১০:২৩ এএম


পাকিস্তান
ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি পাকিস্তান। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছে বাবর আজমের দল। নিজেদের প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সার্ভিস পাচ্ছে না বিশ্বমঞ্চে অন্যতম ফেবারিট দলটি। সাইড স্ট্রেনের চোটে ভুগছেন ইমাদ। অধিনায়ক বাবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন ইমাদ। এরপর তাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল গত আসরের রানার্স-আপরা।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দ্য ম্যান ইন গ্রিনরা। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

তবে প্রথম ম্যাচে না পেলেও পরের ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। আমরা তাকে প্রথম ম্যাচে পাচ্ছি না। যদিও পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।’

উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৯ জুন পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে বাবরদের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission